বিদেশী বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে রাহুল গান্ধী, বিজেপির নতুন 'ভিডিও তীর' কংগ্রেসকে
May 03 2022, 01:07 PM ISTআমিত মালব্যের পোস্ট করেছেন, যেখানে রাহুল গান্ধীকে একটি নাইটক্লাবে দেখা গেছে। সঙ্গে রয়েছেন এক বিদেশী মহিলা। তাঁর হাতে বোতলও রয়েছে। ব্যাকগ্রাউন্ডে তারশ্বরে গান বাজচ্ছে। অনেকেই সেই গানের তালে তালে নাচছেন।