Rani-Amitabh : 'সমস্ত বাঙালি মেয়ের মধ্যে মা কালী থাকেন', রানির মন্তব্যে হতবাক অমিতাভ বচ্চন
Nov 20 2021, 03:32 AM IST'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে হাজির হয়ে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনে সামনে বসেন রানি মুখার্জি ও সইফ আলি খান। একের পর এক প্রশ্ন এবং হাসি-ঠাট্টা চলতে থাকে 'কৌন বনেগা ক্রোড়পতি'তে। এই শো-তেই অমিতাভ প্রশ্ন করেন 'কার রাগ বেশি'? যার উত্তরে রানি বলেন, 'প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই মা কালী থাকেন'। রানির এই উত্তর শুনে কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।