Ashok Bhattacharya-'বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্র সুব্রত ', সব ভূলে 'মেয়রের ব্যবহারে আপ্লুত' অশোক
Nov 05 2021, 01:12 PM IST' বাংলার রাজনীতিতে এক বর্ণময় চরিত্রসুব্রত মুখোপাধ্যায়', মন্ত্রীর প্রয়াণে মনে করলেন বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। শুক্রবার এই মুহূর্তে মন্ত্রীর দেহ শায়িত আছে রবীন্দ্র সদনে, শেষ শ্রদ্ধা জানাতে আসছেন রাজনৈতিক শীর্ষ নের্তৃত্বরা ।