এক বছর আগে কেন্দ্র সরকারের আনা কৃষি আইন তোলপাড় শুরু করেছিল দেশে। সেই আইন (Law) প্রত্যাহারের দাবিতে কৃষকরা এক বছর ধরে আন্দোলন করেন। এই আন্দোলনের মধ্যে মৃত্যুও হয় একাধিক কৃষকের। এতদিন তারা আন্দোলন চালাচ্ছিলেন। সে যাই হোক, শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের কাছে হার মেনে অবশেষে কেন্দ্র সরকার কৃষি আইন বিল প্রত্যাহার করেছে।