ব্যাটে-বলে দুরন্ত টিম ইন্ডিয়া, হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে রোহিত-বিরাটরা
Aug 31 2022, 11:06 PM ISTএশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্ববের দ্বিতীয় ম্যাচে হংকংকে রানে হারাল ভারত(India vs Hong Kong)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৯২ রান করল টিম ইন্ডিয়া। অর্ধশতরান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও বিরাট কোহলির (Virat Kohli)। জবাবে ১৫২ রানে শেষ হয় হংকংয়ের ইনিংস।