বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসীর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
শনিবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে।
গরমে বৃষ্টির দেখা মেলে না, এদিকে শীতে বৃষ্টির ছাটে বিরক্ত বাঙালি। কিন্তু খারাপ লাগলেও ফের বৃষ্টি পূর্বভাসই মিলেছে, তবে শেষপাতে রয়েছে সুখবরও, জানুন শুক্রবারের শেষ বেলায় কী খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর রবিবার রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে, তবে তা দীর্ঘ স্থায়ী নয়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ২১ ও ২২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি উত্তরের পাঁচটি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে, হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা এই মুহূর্তে ১৩ ডিগ্রি সেলসিয়ার্স। তবে আগামী ২৪ ঘন্টা পর থেকেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজ্যে জুড়ে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২১ জানুয়ারি থেকে উপকূলবর্তী জেলা জেলা দুই মেদিনীপুর ও ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যে অন্যান্য জেলার পাশাপাশি শীতের দাপট চলছে শহর কলকাতাতেও। তবে আগামী চারদিন কলকাতার তাপমাত্রাও মোটের উপর শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। তবে ২০ তারিখের পর থেকে রং বদলাতে শুরু করবে আকাশ।
সোমবার ফের পারদ নেমেছে কলকাতায়। কলকাতার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী কমবে , মুহূর্তে সকাল ৭ টা ৩০ মিনিটে শহরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ার্স।