বছরের প্রথম দিন সকাল থেকেই কলকাতার আবহাওয়া বেশ মনোরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা আর নেই। আগামী পাঁচ দিন আকাশ পরিষ্কারই থাকবে। তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে।
শুক্রবার শহরে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এদিন থেকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
আজ সকাল থেকেই মুখ গোমড়া করেছিল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ। সকাল থেকে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। তবে তেমন ভারী বৃষ্টি হয়নি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ফের কুয়াশায় ঢেকেছে শহর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৪ জেলায় বৃষ্টি চলবে।
বুধবার সকালে শহর এবং শহরতলির আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বুধবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৫ জেলায় বৃষ্টি চলবে।
মঙ্গলবার থেকে বুধবার সকাল অবধি টানা বৃষ্টির পূর্বভাস কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।জাঁকিয়ে শীত পরার কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আজ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্যে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি।
গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে ডিসেম্বরের এই শেষ সপ্তাহে শীতকালীন আবহাওয়াকে প্রভাবিত হতে। বিশেষ করে পশ্চিমি ঝঞ্জার প্রভাবে প্রভাবিত হচ্ছে আবহাওয়া। এর ফলে শীতের প্রকোপ যেমন কমছে তেমনি হালকা বৃষ্টিও প্রত্যক্ষ করছে মানুষ।