রবিবার শহরের আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অবাধ উত্তুরে হাওয়া বইবে, জানুয়ারিতে এটাই শীতলতম দিন। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা।
স্বাভাবিকের তুলনায় শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি কম।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এই কয়েকটা দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটা কমে গিয়েছে। আর সেই আরও একটু নামবে।
শুক্রবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স।
দক্ষিণবঙ্গে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং কলকাতায় তাপমাত্রা ফের ও ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। শুধুই রাত পেরোনোর অপেক্ষা।
বৃহস্পতিবার শহরের আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে, সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ।
সপ্তাহান্তে ফের কলকাতা-সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। দার্জিলিং-এ কোনও কোনও এলাকায় 'গ্রাউন্ড ফ্রস্ট' হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আজও কি চলবে বৃষ্টি? নাকি কলকাতা-সহ গোটা রাজ্যে পড়বে শীত?
সোমবারও বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, বাদ নেই কলকাতাও।
আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছিলেন ২১ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। পূর্বাভাস সত্যি করে গতকালও বিক্ষিপ্ত বৃষ্টি পাত হয় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায়।