সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ। রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত, ফিরবে শীতের আমেজ রাজ্যে।
শুক্রবার শহরের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন সাতসকালেই বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৫ জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়ার্স।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ রাত থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ বাড়বে ৪ ফেব্রুয়ারি। সেদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে।
বৃহস্পতিবার শহরের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ৩ তারিখ থেকে হালকা বৃষ্টি হবে দুই বঙ্গেই, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বভাস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ আবহাওয়া শুষ্ক। আগামীকাল থেকে হালকা বৃষ্টি শুরু হবে। মূলত বেশি বৃষ্টি হবে ৪ ফেব্রুয়ারি। এই দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বাড়বে তাপমাত্রা। রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে শীতের অনুভূতি অনেকটাই কম হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩ দিনে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী ৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি করে বাড়বে। আগামী দু'দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দুই বঙ্গে। আর কলকাতায় সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হবে।
মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ে ফের ধস নামার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। তবে মঙ্গলবার পর্যন্ত এই শীতের অনুভূতি পাওয়া যাবে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
রবিবার শহরের আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অবাধ উত্তুরে হাওয়া বইবে, জানুয়ারিতে এটাই শীতলতম দিন। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা।