রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়, এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা নামল স্বাভাবিকের ৫ ডিগ্রি নিচে।
শনিবার ভোরের আলো ফুটতেই তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে রয়েছে। ঘূর্ণীঝড় জাওয়াদ নিয়ে রীতিমত আশঙ্কায় উদ্বেগের মুখে রাজ্যের উপকূলবর্তী বাসিন্দারা।
শহরে সকাল থেকেই আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সপ্তাহান্তে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা।
পাঁচ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টি ছয় তারিখ পর্যন্ত চলবে।
সোমবার সারাদিনই আকাশ পরিষ্কার কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আন্দামান সাগরে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
তবে রাজ্যে এখন হালকা হালকা শীতের আমেজ অনুভূত হতে শুরু করে দিয়েছে। সকালের দিকে আর রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। এমনকী, সকালের দিকে বিভিন্ন জায়গায় কুয়াশাও দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কেটে যাচ্ছে কুয়াশা।
রবিবার ভোর হতেই পরিষ্কার আকাশ শহর ও শহরতলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ এর প্রায় ৩ ঘরে নিচে নেমে গিয়েছে।
শনিবার সকাল থেকেই হিমেল পরশ শহর কলকাতায়। উত্তরের হাওয়ার আরও উসকে যাচ্ছে জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যের জেলাগুলিতে।
শুক্রবার সোনা রোদ শহর কলকাতায়। সপ্তাহের শেষের দিকে ক্রমশ শীতের আমেজ ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার শহরের আকাশ আংশিক মেঘলা, রাজ্য থেকে কার্যত উধাও শীতের আমেজ । এদিনও স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি উপরে সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা।