আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে রাজ্যে শীত প্রবেশ করতে পারছে না। এমনকী, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি এলাকায়।
বুধবার সকাল থেকেই মেঘ মুক্ত পরিষ্কার আকাশ শহর এবং শহরতলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।
হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকের শীতল হাওয়া প্রবেশ করছে। তাই গত দুই দিনে রাজ্যের তাপমাত্রা খানিকটা কমেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সুমাত্রা উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ তা শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে।
উত্তর-পশ্চিমের দিকের শীতল হাওয়ার প্রভাব বেড়েছে, তাই তাপমাত্রা অনেকটাই কমেছে রাজ্যে। আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা পূর্ব ভারতেই উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। আর এর প্রভাবে রাজ্যেও শীত অনুভূত হচ্ছে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে।
শনিবার উৎসবের সকালে আকাশ পরিষ্কার শহর ও শহরতলিতে । আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্য়েই সর্বোনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি নিচে নেমে গিয়েছে।
শুক্রবার কালী পুজোর সকালে আকাশ পরিষ্কার শহর ও শহরতলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন ২০ ডিগ্রির নীচে নামবে রাতের তাপমাত্রা। ইতিমধ্য়েই সর্বোনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি নিচে নেমে গিয়েছে।
বৃহস্পতিবার কালীপুজোর সকালে ফের আকাশ আংশিক মেঘলা শহর ও শহরতলিতে । সাতসকালেই শীতের আমেজ, রাতে আরও পারদ পতন শহরে ।