কন্যা সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পূজা করা হয়। এই দিনে মানুষ তাদের মূল আয়ের উৎস ও যন্ত্রের পূজা করে। কারখানায় স্থাপিত মেশিন ও যানবাহনের পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিশ্বকর্মা ও যন্ত্রের পূজা করলে সারা বছর আর্থিক সচলতা থাকে। মেশিন, যানবাহন বারবার নষ্ট হয় না।