ছোট নবাবকে নিয়ে গণেশ পুজোয় মেতে উঠলেন সইফ ও করিনা কাপুর খান। এদিকে কট্টরপন্থীদের ধর্মের নিশানায় তৈমুর।
গণেশ চতুর্থীতে এবার মেতে উঠল পতৌদি পরিবারও। প্রতিবছরই কাপুর পরিবার, শাহরুখ, সলমন, ঋত্বিক সহ প্রায় গোটা মুম্বই মেতে ওঠে গণপতি বাপ্পার আরাধনায়। আর এবার ছোট্ট তৈমুরকে নিয়ে গণেশ পুজোয় মেতে উঠলেন সইফ ও করিনা কাপুর খান।
আরও পড়ুন, সৌরভের বায়োপিকে কি অভিনয় করবেন রণবীর কাপুর, মুখ খুললেন মহারাজ
করিনার দ্বিতীয় সন্তান জাহাঙ্গিরেরে এটি প্রথম গণেশ পুজো। এদিকে জন্মের পর থেকেই পরিবারের সঙ্গে গণেশ ঠাকুরকে নিজের মনের মতো করে ভালবেসেছে তৈমুর। ২০২০ সালেও গণেশ মূর্তি তৈরি করেছিল সে। আর এবার কাদা মাটি দিয়ে প্রকৃতির সঙ্গে আরও একাত্ম হয়ে গড়ল ইশ্বের মূর্তি। ছোট্ট নবাবের গণেশ পুজোর ছবি ইতিমধ্য়েই নিজে ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন করিনা। যেখানে বাড়ির টেবিলে গণপতির মূর্তি রেখে পুজো করতে দেখা গিয়েছে সইফ-করিনা এবং তৈমুরকে। ছোট্ট নবাব যদিও হাতে দুটো গণেশ, ইঁদুর এবং লাড্ডু বানিয়ে ফেলেছে। সেই ছবি পোস্ট করে করিনা লিখেছেন, গণেশ চটুর্থী উদযাপন আমার জীবনের ভালবাসা এবং টিম টিমের তৈরি সুন্দর ছোট মাটির গণপতি।'
আরও পড়ুন, 'বিরাটকে পাগলের মতো ভালবাসতাম', গভীর অনুভূতির কথা ফাঁস করলেন ম্রুণাল
অপরদিকে শুধু তৈমুর নয়, নিজের হাতে গণেশ বানিয়ে ফেলেছে সোহা কন্যা ছোট্ট মেয়ে ইনায়াও। সেই ছবি পোস্ট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা, নিরাপদে উৎসব পালন এবং কোভিড টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন সোহা আলি খান। তবে সমালোচকদের চোখ এড়ায়নি এই ছবি। ইসলাম ধর্মাবলম্বী হয়েও সইফ ও তৈমুর কীভাবে গণেশ পুজো করতে পারেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন কট্টরপন্থীরা।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস