সংক্ষিপ্ত


ভারতীয় ক্রিকেট টিমের ক্য়াপটেন বিরাট কোহলির গভীর প্রেমে ডুবে আছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।  বিরাটকে নিয়ে তাঁর অনুভতির কথা ফাঁস করলেন এই বলি সুন্দরী।
 


ভারতীয় ক্রিকেট টিমের ক্য়াপটেন বিরাট কোহলির গভীর প্রেমে ডুবে আছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।  অল্প সময়ের মধ্য়েই সুপার ৩০, বাটলা হাউজ এবং তাঁকে ফরহান আখতারের তুফান ছবিতেও দেখা গিয়েছে ম্রুণালকে।  বিরাটকে নিয়ে তাঁর অনুভতির কথা ফাঁস করলেন এই বলি সুন্দরী।

আরও পড়ুন, Indraneil-Barkha: একসঙ্গে আর কাঁপে না হৃদয়, বরখার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল

বিরাট কোহলিকে পাগলের মতো ভালবাসতেন, জানিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তিনি বলেন, স্টেডিয়ামে বসে বিরাটের খেলা দেখবার অভিজ্ঞতা রয়েছে তাঁর।  এদিকে শীঘ্রই শাহিদ কাপুরের সঙ্গে জার্সি ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবি শাহিদ একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন। যিনি ৩০ বছর পার করেও ফের ক্রিকেটের ব্যাট হাতে ধরবেন ছেলের ইচ্ছা পূরণের জন্য।  ম্রুণাল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলির প্রেমে পাগল ছিলাম। আমি ক্রিকেটকে ভালবেসে ফেলি। কারণ আমার ভাই বিরাটের খুব বড় ভক্ত। আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে ওর সঙ্গে একটি ক্রিকেট ম্য়াচ লাইভ দেখার অভিজ্ঞতা হয়েছে আমার। টিম ইন্ডিয়ার জার্সি পরে স্টেডিয়ামে বসে গলা ফাঁটানোর সেই মুহূর্তগুলি আমার বেশ মনে আছে। আর এখন আমি নিজেই ক্রিকেট নিয়ে তৈরি জার্সির ছবির অংশ।'

আরও পড়ুন, 'Manike Mage Hithe', বাংলাদেশের হিরো আলমের কন্ঠে শুনে নড়ে গেলেন 'কুইনাইন'-র রুদ্রনীল

প্রসঙ্গত, তেলেগু ছবি অর্জুন রেড্ডির সাফল্যের পর এবার আবার জার্সির হিন্দি রিমেকের জন্য তৈরি হচ্ছেন শাহিদ কাপুর। তাঁকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে। ছবির পরিচালক গৌতম তিন্নানুরি। তেলেগু ছবি জার্সিরও পরিচালকও ছিলেন গৌতম। শাহিদ আপাতত সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জার্সি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আসলে কবীর সিংয়ের পর কী করব তা ঠিক করতে একটু সময় নিয়ে নিয়েছি। কিন্তু যখনই জার্সি দেখেছি, আমি বুঝে গিয়েছিলাম, এটাই আমার পরের ছবি।'

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player