নানান থিমের সাজে সেজে উঠেছে লালমাটির পুজো মন্ডপ। কোথাও থিমের ভাবনায় সোনারস্বর্গ আবার কোথাও সুরের ভুবনে আলোর রসনায়, বাদ যায়নি অলিম্পিকে ভারতের সাফল্যও।
দুর্গা পুজোয় (Durga Pujo 2021) নানান থিমের সাজে সেজে উঠেছে বাঁকুড়া জেলার পুজো মন্ডপ (Durga Puja in Bankura)। কোথাও থিমের ভাবনায় সোনারস্বর্গ আবার কোথাও সুরের ভুবনে আলোর রসনায়। করোনা কালের চিত্র থেকে বাদ যায়নি অলিম্পিকে ভারতের সাফল্য আবার কোনো মন্ডপে স্থান পেয়েছে জেলার কুটীরশিল্প এমন নানান থিমের সাজে বাঁকুড়ার পুজো মন্ডপ সেজে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক জেলার সেই সব মন্ডপগুলি।
আরও পড়ুন, Durga Puja 2021: বেলুড় মঠে প্রথম দুর্গাপুজোর সূত্রপাত স্বামীজীর হাত ধরে
ধলডাঙ্গা সর্বজনীন
ধলডাঙ্গা সর্বজনীন পুজো কমিটির পুজো এবার পদার্পন করল ৫১ তম বর্ষে। এই পুজো প্রাচীন হলেও থিমের ভাবনায় মধ্য দিয়ে গত দু তিন বছর ধরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এখানকার পুজো। এবারের পুজো থিমে সোনারস্বর্গ কে তুলে ধরা হয়েছে। মন্ডপে তুলোর কাজ থিমের আকর্ষন বাড়িয়েছে। এছাড়াও থিমের কাজে ব্যবহার করা প্লাস্টার অফ প্যারিসের তৈরি বিভিন্ন মডেল। প্রতিমা সাবেকী।
আরও পড়ুন, Durga Puja 2021: ৩২ কেজি রুপোর গয়নার সঙ্গে গুজরাটি খাগড়ায় সাজছে সপরিবার দুর্গা
বাংলা আগামীদিন ক্লাব
বাংলা আগামী দিন ক্লাবের দুর্গাপুজা মানেই থাকে থিমের মাধ্যমে সচেতনতার বার্তা। পুজো উদ্যোক্তারা তাদের ১৪ তম বর্ষে বেছে নিয়েছেন করোনা পরিস্থিতি কে। অসহায় পৃথিবী এই থিমের মাধ্যমে মাস্ক এর ব্যবহারের কথা তুলে ধরা হয়েছে মন্ডপে। তুলে ধরা হয়েছে করোনা কালে ছাত্র ছাত্রীদের গৃহবন্দীর জীবন থেকে লক ডাউনের খন্ড চিত্র। প্রতিমার মধ্যেও রয়েছে নতুনত্বের ছোঁয়া।
শুনুকপাহাড়ি সর্বজনীন দুর্গাপুজা।
১১ তম বর্ষে পুজো উদ্যোক্তাদের উপহার সুরের ভুবনে আলোর রসনায়। নিখুত এক শিল্পকলা এখানকার পুজো মন্ডপে নজরকেড়েছে। সুরের ভুবনের সাথে রঙীন আলোর এক চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে মন্ডপে। মন্ডপে নানান বাদ্য যন্ত্রের সাথে রংবেরঙের আলোর জলসানি থিমের রূপকে আকর্ষন করেছে। প্রতিমা সাবেকী।
পুয়াবাগান সর্বজনীন
বাঁকুড়ার পুয়াবাগান সার্বজনীন পুজো মন্ডপ। মন্ডপে তুলে ধরা হয়েছে অলিম্পিকের সাফল্য। মন্ডপে অলিম্পিকের বিভিন্ন খেলার খন্ড চিত্র তুলে ধরা হয়েছে। এখানকার পুজো ২৯তম বর্ষে পদার্পন করল। প্রতিমা সাবেকী।
আরও পড়ুুন, Durga Puja2021: ছৌ শিল্পের আদলে ৩ সেমি অভিনব দুর্গা বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী
বাঁকুড়া মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন
বাঁকুড়া মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন দুর্গাপুজা ৮৯ তম বর্ষে পদার্পন করল। মন্ডপ তৈরি হয়েছে কাল্পনিক মন্দির আদলে। মন্ডপে স্থান দেওয়া হস্তশিল্পকে। লকডাউনে ক্ষতিগ্রস্থ গ্রামীন কুটিরশিল্প। সেই সব শিল্পীদের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। মন্ডপের দেওয়ালে রঙীন ক্যানভাসে ফুটে উঠেছে ১০০ দিনের প্রকল্পের চিত্র। পুজোর থিম মাতৃরূপেন সংস্থিতা। প্রতিমা সাবেকী ডাকের সাজে সজ্জিত।
আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে