কেকের মৃত্যুর জন্য দায়ী রাজ্য প্রশাসন দাবি রাজ্যপাল জগদীপ ধনকরের

কেকের মৃত্যুর জন্য রাজ্য সরকার কে দায়ী করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আঙ্গুল তুললেন প্রশাসনের ব্যর্থতার ওপর।
 

Web Desk - ANB | Published : Jun 4, 2022 1:09 PM IST / Updated: Jun 04 2022, 06:40 PM IST

কেকের  আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যুতে তিনি আঙ্গুল তুললেন রাজ্য সরকারের দিকে। তিনি জানান, 'সংগীতশিল্পী কেকের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। তাঁর জীবনের শেষ কয়েকঘণ্টা খুব কষ্ট পেয়েছেন। আমার কাছে বহু মানুষ ভিডিয়ো পাঠিয়েছেন। আমি সেগুলো দেখেছি। আমার বুক ফেটে গিয়েছে কষ্টে। আর তাঁর এই মৃত্যর জন্য দায়ী চরম প্রশাসনিক ব্যর্থতা।'

শনিবার বাগডোগরা বিমান বন্দরে দিল্লি যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনখড়। কলকাতায় কেকের মৃত্যুর জন্য প্রশাসনকেই দোষী সাব্যস্ত করলেন তিনি। রাজ্যপালের কথায়, 'কেকের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। প্রশাসনের চরম ব্যর্থতা। আমরা যদি বিষয়টি নিয়ে আরও গভীরে যাই তাহলে বুঝতে পারব, ওইদিন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে গিয়েছিল। মাত্রারিক্ত দর্শক ওই অডিটোরিয়ামে প্রবেশ করেছিলেন। যা সম্পূর্ণ উদ্যোক্তাদের ব্যর্থতা। তাদের এর জন্য শাস্তি পাওয়া উচিত।'

আরও পড়ুন- হৃদরোগকে অ্যাসিডিটি ভাবতেন কেকে? আপনিও এমন ভুল করছেন না তো?

আরও পড়ুন- কেকে- র মৃত্যুতে কাঠগড়ায় শহর কলকাতা, পাশে দাঁড়ালেন বাংলার জামাই সোনু নিগম

আরও পড়ুন- 'স্বাগতালক্ষ্মী কে?' কেকে- রূপঙ্কর বিতর্কের শিকার বাংলার আর এক সঙ্গীতশিল্পী

ইতিমধ্যেই কেকের আকস্মিক মৃত্যুর জেরে কলকাতার অডিটোরিয়ামগুলিতে সাংস্কতিক অনুষ্ঠানের জন্য SOP তৈরি করে দিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক ডেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ''বড় কোনও শিল্পী এলে আগে থেকে জানাতে হবে। কলকাতা পুলিশকেও অনুষ্ঠানের আগে থেকে বিস্তারিত জানাতে হবে। পুলিশের অনুমতি ছাড়া এই ধরণের বড় কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না।'' ফিরহাদ হাকিম এদিন আরও বলেন, ''আমাদের ডোভার লেনেও তো সংগীতানুষ্ঠান হয়। সেখানে এত উচ্ছ্বাস হয় না। সেখানে সারারাত বসে সংগীতপ্রেমীরা গান শোনে। কিন্তু, বাইরে থেকে বড় কোনও শিল্পী এলে আগে থেকে তা জানাতে হবে।''  KK-র এই আকস্মিক মৃত্যুর ঘটনার পর আগাম সতর্ক বার্তা দিলো কলকাতা পুলিশ যে এবার থেকে যে কোনো বড় অনুষ্ঠানের বিষয়ে আগাম জানানোর পাশাপাশি উদ্যোক্তা দের অ্যাম্বুল্যান্স বা চিকিৎসকের ব্যবস্থাও রাখতে হবে। আগে থেকে একটি হাসপাতাল চিহ্নিত করে রাখতে হবে যাতে কোনো অসুস্থতা বা দুর্ঘটনা জনক ঘটনা ঘটলে যাতে দ্রুত সেখানে নিয়ে যাওয়া যায়। এছাড়াও হলের ক্ষমতা অনুযায়ী টিকিট বিক্রি করতে হবে । অতিরিক্ত ভিড় এড়াতে এই পদক্ষেপ নিলো রাজ্য তথা কলকাতা পুলিশ।

কিন্তু যা ঘটার তা তো ঘটে গেলোই, এই ঘটনার পরই সুনিধি চৌহান, জুবিন গার্গ রা কলকাতায় তাঁদের আগাম অনুষ্ঠান বাতিল করেছেন।
এই ব্যবস্থা গুলি আগে নেয়া হলে হয়তো আজ আমাদের মধ্যে থাকতেন সবার প্রিয় কেকে।এই ঘটনার পরই সুনিধি চৌহান, জুবিন গার্গ রা কলকাতায় তাঁদের আগাম অনুষ্ঠান বাতিল করেছেন।

Share this article
click me!