রেস্তোরাঁর স্বাদের মুখরোচক জলখাবার, রইল একগুচ্ছ ননভেজ ব্রেকফাস্ট রেসিপি

  • চটজলদি ব্রেকফাস্ত বানানো নিয়ে সমস্যা 
  • নিত্য নতুন কী বানানো যায় তা নিয়ে চিন্তা লেগেই থাকে
  • ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক এই পদগুলি
  •  এই পদগুলি বানানো সহজ আর বাচ্চাদেরও বেশ পছন্দের 

দিনের শুরুটা যদি মনের মত ব্রেকফাস্ট দিয়ে হয়, তবে সারাটা দিন বেশ ভালোই কেটে যায়। মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাৎ। বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে বাড়িতেই তৈরি হচ্ছে নানা ধরনের খাবার। 

আরও পড়ুন- রুটি প্রেমীদের জন্য রইল অন্য স্বাদের টারকিস ব্রেড রেসিপি, যা তৈরি করা খুব সহজ

Latest Videos

করোনা আতঙ্কের জেরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে। একটানা এতদিন ঘরবন্দিতে নাজেহাল হয়ে পড়েছে ছোটরা। তাই সকাল হোক বা বিকেলের জল-খাবার চটজলদি মুখরোচক পদ বানাতে অবশ্যই ট্রাই করতে পারেন এগুলি।

আরও পড়ুন- প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টিতে যুক্ত করুন এই উপাদানগুলি, মিলবে অনেক সুবিধা

 আজ রইল জিভে জল আনা অসাধারণ কয়েকটি ব্রেকফাস্ট রেসিপি যা মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দিতে পারবেন। তাই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই পদগুলি। দেখে নেওয়া যাক এরগুচ্ছ ননভেজ ব্রেকফাস্ট রেসিপি-

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul