রেস্তোরাঁর স্বাদের মুখরোচক জলখাবার, রইল একগুচ্ছ ননভেজ ব্রেকফাস্ট রেসিপি

Published : Sep 12, 2020, 04:57 PM ISTUpdated : Sep 12, 2020, 05:32 PM IST
রেস্তোরাঁর স্বাদের মুখরোচক জলখাবার, রইল একগুচ্ছ ননভেজ ব্রেকফাস্ট রেসিপি

সংক্ষিপ্ত

চটজলদি ব্রেকফাস্ত বানানো নিয়ে সমস্যা  নিত্য নতুন কী বানানো যায় তা নিয়ে চিন্তা লেগেই থাকে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক এই পদগুলি  এই পদগুলি বানানো সহজ আর বাচ্চাদেরও বেশ পছন্দের 

দিনের শুরুটা যদি মনের মত ব্রেকফাস্ট দিয়ে হয়, তবে সারাটা দিন বেশ ভালোই কেটে যায়। মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাৎ। বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে বাড়িতেই তৈরি হচ্ছে নানা ধরনের খাবার। 

আরও পড়ুন- রুটি প্রেমীদের জন্য রইল অন্য স্বাদের টারকিস ব্রেড রেসিপি, যা তৈরি করা খুব সহজ

করোনা আতঙ্কের জেরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে। একটানা এতদিন ঘরবন্দিতে নাজেহাল হয়ে পড়েছে ছোটরা। তাই সকাল হোক বা বিকেলের জল-খাবার চটজলদি মুখরোচক পদ বানাতে অবশ্যই ট্রাই করতে পারেন এগুলি।

আরও পড়ুন- প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টিতে যুক্ত করুন এই উপাদানগুলি, মিলবে অনেক সুবিধা

 আজ রইল জিভে জল আনা অসাধারণ কয়েকটি ব্রেকফাস্ট রেসিপি যা মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দিতে পারবেন। তাই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই পদগুলি। দেখে নেওয়া যাক এরগুচ্ছ ননভেজ ব্রেকফাস্ট রেসিপি-

PREV
click me!

Recommended Stories

শীতের দিনে হালকা মিষ্টি রোদে গরম ভাতের সঙ্গে টাটকা ধনেপাতার চাটনি খেয়ে দেখুন, রইলো তার রেসিপি
Apple: কোনটি খেতে ভালোবাসেন, সবুজ আপেল নাকি লাল আপেল? জেনে নিন কোনটির উপকারিতা বেশি