New year Special Recipe: একঘেয়ে নুডলস নয়, নিউ ইয়ার পার্টি জমে উঠুক ৪ ভিন্ন স্বাদের নুডলসে

খিদের সময় নুডলস পেট মন দুই ভরিয়ে দেয়। আর যারা নুডুলস খেতে খুব পছন্দ করেন, তারা সুস্বাদু নুডলসের লোভে কত রেস্তোরাঁয় যে ঘুরে ফিরেছেন তা আর বলার জায়গা রাখেনা। সাধারণত ময়দার দিয়ে তৈরি হয় এই নুডলস। প্রায় সারা বিশ্বে জনপ্রিয় এই ডিস। তাই বর্ষবরণের আমেজ বজায় রাখতে বানিয়ে নিন নতুন নতুন নুডলসের পদ।
 

নবম শতকের শুরুর দিকে বৌদ্ধ সন্ন্যাসীদের হাত ধরে চিনে গমের তৈরি নুডলস জাপানে আসে। ১৩ শতকে পারস্যের জনগণ নুডলস খেতো। এরপর থেকে বিভিন্ন উপাদান থেকে নুডলস তৈরির গবেষণা চলতেই থাকে। ১৮৯৭ সালে কোরিয়ার জোসেয়ন রাজত্বকালে বাজরা থেকে নুডলস তৈরি আবিষ্কার হয়। চাইনিজ নুডলসের উপর ভিত্তি করে তৈরি ব়্যামেন নুডলস ১৯০০ সালে জাপানে জনপ্রিয় হয়ে ওঠে। মমফোকু আন্ডো ইন্সট্যান্ট নুডলস আবিষ্কার করেন এবং ১৯৫৮ সালে সর্বপ্রথম জাপানে বাজারে বিক্রি শুরু হয় ন্যুডুলসের।
খিদের সময় নুডলস পেট মন দুই ভরিয়ে দেয়। আর যারা নুডুলস খেতে খুব পছন্দ করেন, তারা সুস্বাদু নুডলসের লোভে কত রেস্তোরাঁয় যে ঘুরে ফিরেছেন তা আর বলার জায়গা রাখেনা। সাধারণত ময়দার দিয়ে তৈরি হয় এই নুডলস। প্রায় সারা বিশ্বে জনপ্রিয় এই ডিস। তাই বর্ষবরণের আমেজ বজায় রাখতে বানিয়ে নিন নতুন নতুন নুডলসের পদ।
১) রোস্টেড পটাটো নুডলস- মিষ্টি আলু প্রথমে রোস্ট করে রাখুন। প্যানে তেল গরম করে আদা, রসুন, মাশরুম কুঁচি করে ভেজে নিন। অন্য পাত্রে নুডলস সেদ্ধ করে তার সঙ্গে মিশিয়ে দিন ভেজে রাখা সবজি। আঁচ থেকে নামিয়ে রোস্টেড পট্যাটো দিয়ে সাজিয়ে নিন। একেবারে অন্য স্বাদের এই নুডলস জমিয়ে তুলবে আপনার বর্ষবরণের পার্টি।
২) গ্রিলড চিকেন নুডল- এই নুডলস খেতে একেবারেই ভিন্ন স্বাদের। চিকেন গ্রিল করে নিয়ে। পছন্দের সমস্ত সবজি ভেজে তুলে রাখুন। নুডলস সেদ্ধ করে নুডলসের সঙ্গে মিশিয়ে দিন গ্রিলড চিকেন ও ভেজে রাখা সবজি। একঘেয়ে নুডলসের স্বাদ পাল্টে মন কাড়বে নুডলসের এই নতুন পদ।
৩) ভেজিটেরিয়ান স্যুপি নুডলস- যারা ভেজিটেরিয়ানর তারা অবশ্যই ট্রাই করতে পারেন নুডলস-এর এই নতুন পদ। এরজন্য আদা, রসুন, স্প্রিং অনিয়ন কুঁচি করে হালকা করে ভেজে নিন। এরসঙ্গে পছন্দসই সবজি বেছে নিন। দিতে পারেন বাঁধাকপি, পেঁয়াজকলি, বেলপেপারস, বিনস, মাশরুম, মটরশুঁটি, ডিম সেদ্ধ করে তাতে নুডলস দিয়ে দিন। ঘন ঘন ভেজিটেবল স্টক দিয়ে নামিয়ে নিয়ে উপর থেকে গোলমরিচ গুঁড়ো, ও স্প্রিং অনিয়ন কুঁচি ছড়িয়ে সার্ভ করুন।
৪) থাই চিকেন নুডল স্যুপ- এই নুডল স্যুপ স্বাস্থ্যের পক্ষেও উপকারী। আর বানানোও বেশ সহজ। ১ টেবল-চামচ পিনাট অয়েলে সেদ্ধ করা চিকেনের টুকরো ভেজে নিয়ে তাতে বেল পেপারস, মিষ্টি আলু ও মাশরুম দিয়ে ভেজে নিন। এরপর চিকেন স্টক দিয়ে তাতে  নারকেলের দুধ, সয়া সস, লাইম জুস দিয়ে মিনিটে পাঁচেক রান্না করুন। এরপর এর মধ্যে পছন্দসই সবজি, তফু দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিন। কিছুক্ষণ পর আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রও পড়ুন- রান্নাঘরে দামি পাত্র ব্যবাহর করেন, সস্তার এই পাত্রের গুণাগুন জানলে মত বদলাতে বাধ্য

Latest Videos

আরও পড়ুন- শীতের সন্ধ্যায় স্ন্যাক্সের চাহিদা মেটাতে ফ্রাই করে দেখুন পনির ব্রেড পাকোড়া, রইল সহজ রেসিপি

আরও পড়ুন- অনেক হয়েছে পালং পনির, শীতের সকালে ট্রাই করে দেখুন পালং পনির পরোটা

আরও পড়ুন- শীতে তৈরি করুন এই আচার, যা স্বাস্থ্যরক্ষার পাশাপাশি বাড়াবে রুচিও

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু