বৃষ্টি মানেই মেনুর হিট লিস্টে খিচুড়ি, চটজলদি বানিয়ে ফেলুন মুরগির মাংসের ভুনা খিচুড়ি

  • বর্ষা শুরু, সকাল থেকেই আকাশের মেঘ ভার
  • সকাল থেকেই আকাশ কালো 
  • এই সময় বানিয়ে ফেলুন রকমারি খিচুড়ি
  • আজ রইল মাংসের খিচুড়ির রেসিপি

Asianet News Bangla | Published : Jun 16, 2021 6:41 AM IST

খিচুড়ি খেতে অনেকেই ভালবাসে। তবে বৃষ্টির দিনে এর স্বাদ যেন কয়েকগুণ বেড়ে যায়। ইতিমধ্যেই গরমের অস্বস্তি কাটিয়ে, এখন প্রায় রোজ বৃষ্টি। আর এই মরসুমে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাই সময় নষ্ট না করে চটজলদি বানিয়ে ফেলুন চিকেন ভুনা খিচুড়ি।

আরও পড়ুন- এই সহজ উপায়েই লুকিয়ে ফেলুন 'WhatsApp'-এর গোপন চ্যাট, জানুন 'Hide' করার নয়া কৌশল 

আরও পড়ুন- বর্ষায় বইয়ের পাতা নষ্ট হওয়ার আগেই সতর্ক হন, এই কয়েকটি টিপসেই বইকে যত্ন রাখুন 

উপকরণ –

চাল ৩ কাপ
ভাজা মুগডাল ১ কাপ
মসুরডাল হাফ কাপ
চিকেন ৩০০ গ্রাম (ছোট টুকরো করা)
সাদা তেল হাফ কাপ
হলুদ ১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ
পিঁয়াজ ও টম্যাটোর পেস্ট ২ টেবিল চামচ
আদা বাটা ও রসুন বাটা ১ টেবিল চামচ
জল পরিমাণ মতো
ঘি ২ চা চামচ
নুন স্বাদ মতো
তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ পরিমাণ মতো

আরও পড়ুন-সর্বনাশ, গরমে দু'বেলা সাবান মেখে স্নান করছেন, জানেন কতটা ক্ষতি করছেন নিজের অজান্তেই

প্রণালী –

হাড়িতে জল গরম হয়ে এলে তাতে চাল ও ডাল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। কিছু পরে তাতে হলুদ ও নুন দিয়ে দিন। চাল ডাল সিদ্ধ হয়ে এলে হাড়ি নামিয়ে রাখুন। এবার একটি পাত্রে তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নাড়ুন। এর পর পেঁয়াজ ও টম্যাটো পেস্ট, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার কুচো করা চিকেন দিয়ে ভালো করে কষান। কষানো হয়ে গেলে চিকেনগুলি হাড়িতে দিয়ে ভালো করে নেড়ে নিন। এর পর অল্প আঁচে হাড়িটিকে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি চিকেন ভুনা খিচুড়ি। এবারে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Share this article
click me!