সংক্ষিপ্ত
- বই যত্নে রাখুন
- বইয়ের তাক মাঝে মধ্যেই পরিষ্কার করুন
- পোকা এড়াতে বইয়ের তাকে রাখুন কর্পূর
- কেনা মাত্রই বই কভার করে নিন
বইয়ের তাক ভরাতে ভালোবাসেন অনেকেই। তারই মধ্যে নানা অনুষ্ঠানে বই উপহার পাওয়া থেকে শুরু করে বইমেলা থেকে কিনে ফেরা, সেই বই অতি যত্নের সঙ্গেই রাখতে পচ্ছন্দ করেন অনেকে। কিন্তু একবার একটি বই পড়ে ফেলার পর বেশ কিছুদিন সেই বইয়ে আর হাত দেওয়া হয় না। সেই সময় এই বইয়ের পাতা থেকে বাঁধন, নষ্ট হতে পারে অনেকটাই। তাই বইয়ের যত্নের দিকে নজর দিন।
আরও পড়ুন- ভারতে প্রথম, কফি প্রজাতির এই গাছের সন্ধান মিলল এই জায়গায়
আরও পড়ুন- করোনার মধ্যে 'Pregnant' হয়ে পড়েছেন, ভুল করেও করবেন এই কাজগুলি, জানুন কেন
আরও পড়ুন- BIG BUMPER, একটানা ৩ দিন কমল সোনার দাম, জেনে নিন ১০ গ্রামের কলকাতার দর
জানুন কী কী উপায় বইয়ের যত্ন নেবেঃ
১) বইয়ের পাতা ঘুণ ধরার হাত থেকে বাঁচাতে তা মাঝে মধ্যেই রোদে দিন। এতে বই ভালো থাকবে। এবং ড্যাম্প ধরে তা নষ্ট হতে না।
২) সপ্তাহে অনন্ত এক দিন বই যেভাবে রাখা হচ্ছে তা বদলে ফেলুন। তাক নতুন করে সাজিয়ে ফেলুন। এতে বইয়ের স্থান বদল হওয়ার ফলে বই ভালো থাকে।
৩) বই কেনার পরই তা মলাট করে নিন। প্রোটেক্টিভ কভার দিয়ে বইয়ের কভার ঢেকে নিন। এতে প্রথম পাতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে।
৪) বইয়ের পাতার মধ্যে নিম ডাল রাখুন। ছোট নিম পাতা সমেত সুক্ষ্ম ডাল বইয়ের পাতার মাঝে রেখে দিন। এতে বইতে পোকা হওয়ার সম্ভাবনাও কমে যাবে।
৫) বইয়ে কোনও মতেই যেন জল না লাগে। সেই দিকে নজর দিন। মাঝে মধ্যে তা পরিষ্কাার করুন। বইয়ের তাকে ন্যাপথলিন রাখুন।
৬) একটি কাপরে মুরিয়ে কর্পূর ও চাল বইয়ের তাকে রাখলে বইয়ের পাতাতে পোকামাকর হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
৭) দুটি বইয়ের মাঝে একটি করে কাগজ দিন। নয়তো অনেক সময় একটি পাতা অন্য পাতার সঙ্গে লেগে যায়। তাতে বইয়ের পাতার রঙ নষ্ট হয়ে যায়।