পিরিয়ড মিস হওয়ার পর শরীরে এই পাঁচটি পরিবর্তন দেখলে সতর্ক হন, রইল গর্ভাবস্থার লক্ষণ

পিরিয়ড মিস মানেই যে গর্ভবতী হয়ে গিয়েছেন এমন নয়। পিরিয়িড মিস হওয়ার প্রায় ১ সপ্তাহ পর্যন্ত একজন মেয়েকে অপেক্ষা করতে হয়, সে গর্ভবতী কি না তা বোঝার জন্য। আজ রইল ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা। পিরিয়ড মিস হওয়ার পর শরীরে এই কয়টি পরিবর্তন বলে দেবে আপনি গর্ভবতী কি না। 

গর্ভধারণ প্রতিটি মেয়ের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত। দীর্ঘ ৯ মাস ধরে মায়ের গর্ভে একটু একটু করে বড় হয়ে ওঠে সন্তান। এই দীর্ঘ সময় ধরে একজন মা তার সন্তানকে নিয়ে নানান স্বপ্ন দেখতে থাকে। গর্ভধারণ থেকে সন্তানের জন্ম পর্যন্ত মা-কে থাকতে হয়, সতর্ক। প্রতিটি পদক্ষেপে মেনে চলতে হয় বিশেষ নিয়ম। তবে, এই সময় নিয়ম তো মেনে চললেন, তার আগে প্রয়োজন আপনি গর্ভবতী হয়েছেন কি না তা নিশ্চিত করা। পিরিয়ড মিস মানেই যে গর্ভবতী হয়ে গিয়েছেন এমন নয়। পিরিয়িড মিস হওয়ার প্রায় ১ সপ্তাহ পর্যন্ত একজন মেয়েকে অপেক্ষা করতে হয়, সে গর্ভবতী কি না তা বোঝার জন্য। আজ রইল ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা। পিরিয়ড মিস হওয়ার পর শরীরে এই কয়টি পরিবর্তন বলে দেবে আপনি গর্ভবতী কি না। 

বমি ভাব ও হজমে সমস্যা দেখা দেয় গর্ভধারণের পর। যদি দেখেন পিরিয়ড বন্ধ হওয়ার পর থেকেই আপনার সারাক্ষণ বমি ভাব লাগছে। কিংবা যাই খাচ্ছেন হজম হচ্ছে না, তাহলে ডাক্তারি পরামর্শ নিন। আপনি গর্ভবতী হলে হতে পারে এমন লক্ষণ।   

Latest Videos

মেজাজ পরিবর্তন হয় গর্ভধারণের পর। অধিকাংশ বিষয় খিটখিটে মেজাজ, সব জিনিসে অস্বস্তি, এমনকি অবসাদের মতো সমস্যা দেখা দিতে পারে কেউ গর্ভধারণ করলে। তাই বারে বারে মুড সুইং-এর সমস্যা দেখা দিলে ফেলে রাখবেন না। ডাক্তারি পরামর্শ নিন। হতেই পারে, আপনি গর্ভবতী। 

ঘন ঘন মূত্র ত্যাগের মতো লক্ষণ দেখা দেয় এমন নয়। এই সময় শরীরে হরমোনের পরিবর্তন হয়। সে কারণে শরীরে রক্ত চলাচল বেড়ে যায়। ফলে কিডনির কার্যক্রমেও পরিবর্তন হয়। ফলে বারে বারে মূত্র ত্যাগের মতো সমস্যা দেখা দেয়।   

খাবারে অনিহার মতো লক্ষণ দেখা দিতে পারে আপনি যদি গর্ভবতী হন তাহলে। অধিকাংশ মেয়ের এমন সমস্যা দেখা দেয়। এই সময় কোনও খাবারই খেতে ইচ্ছে করে না। পছন্দের খাবার থেকেও মুখ ফেরান অনেকে। 

কোমরের নিচে যন্ত্রনা অনুভূত হতে পারে early pregnancy -র সময়। পিরিয়ডসের মিস হওয়ার পর এমন লক্ষণ দেখা দিতে পেতে পারেন কোনও ভালো খবর। early pregnancy -র সময় এমন ব্যথা অনুভূত হয় অনেকেরই। তাই এমন হলে ডাক্তারি পরামর্শ নিন। আর পিরিয়ড মিস করার ১ সপ্তাহ পর অবশ্যই প্রেগনেন্সি পরীক্ষা করান। 

আরও পড়ুন- প্রাক্তন কি জীবনে ফেরত আসতে চাইছে? সিদ্ধান্ত নেওয়ার আগে কয়টি জিনিস মাথায় রাখুন

আরও পড়ুন- ৭ দিনে কোভিড সংক্রমণ ৩১ থেকে পৌঁছল ১৩৯, শীর্ষ ফের কলকাতা

আরও পড়ুন- কমে যাচ্ছে পুরুষের শুক্রাণুর সংখ্যা, চাঞ্চল্যকর গবেষণায় 'দায়ী' প্যারাসিটামল আর রাসায়নিক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari