দাঁতের ক্ষয়, দাঁতে পোকা, মাড়ি দিয়ে রক্ত ক্ষরণের মতো সমস্যা দেখা দেয়। এবার থেকে দাঁতের সমস্যা সমাধানে ব্যবহার করুন ট্যাবলেট (Tablets)। বাজারে এসেছে এমন কিছু ট্যাবলেট যা টুথপেস্টের কাজ করে। এমন একটি ট্যাবলেট (Tablets) মুখে দিয়ে চিবিয়ে নিন। এবার সাধারণ ভাবে যেমন করে ব্রাশ করেন, তেমন করুন।
ঘুম থেকে উঠে সবার আগে কাজ হল ব্রাশ (Teeth Brushing) করা। দাঁতের ভিতরে জমে থাকা নোংরা পরিষ্কার করা প্রথম কাজ প্রতিটি মানুষের। দিনে একবার নয়, একাধিকবার দাঁত পরিষ্কারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। সকালে ঘুম থেকে উঠে ও ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজা পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবেই দাঁতের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। দাঁতের ক্ষয়, দাঁতে পোকা, মাড়ি দিয়ে রক্ত ক্ষরণের মতো সমস্যা দেখা দেয়। এবার থেকে দাঁতের সমস্যা সমাধানে ব্যবহার করুন ট্যাবলেট (Tablets)।
প্রাচীন মিশরীয়দের সময় থেকেই টুথ পেস্ট ব্যবহারের চল দেখা যাচ্ছে। জানা যায়, ১৮৯২ সাল নাগাদ, টুথপেস্ট টিউবের আকারে প্যাকেজিং করা হত। তার পর থেকে এর উপাদান ও প্যাকেজিং-এ (Packaging) এসেছে নানান নতুনত্ব। দাঁতের এক এক সমস্যার জন্য এক এক রকম টুথপেস্ট (Toothpaste) বাজারে এসেছে। দাঁতের হলুদ ভাব কাটাতে এক রকম টুথপেস্ট তো দাঁতের ক্ষয়ের জন্য অন্য রকম টুথপেস্ট। তবে, এবার দাঁতের যত্ন নিতে আর টুথপেস্টের প্রয়োজন নেই। ব্যবহার করতে পারেন ট্যাবলেট (Tablets)।
বাজারে এসেছে এমন কিছু ট্যাবলেট যা টুথপেস্টের কাজ করে। এমন একটি ট্যাবলেট (Tablets) মুখে দিয়ে চিবিয়ে নিন। এবার সাধারণ ভাবে যেমন করে ব্রাশ করেন, তেমন করুন। আপনি ব্রাশ করার সঙ্গে সঙ্গে ট্যাবলেটটি টুকরো টুকরো হয়ে যাবে আর ফেনা বের হবে। এবার থেকে ব্যবহার করতে পারেন এমন বাইট টুথপেস্ট।
শুধু ব্যবহারের সুবিধা রয়েছে এমন নয়, এই ট্যাবলেট দাঁতের জন্যও উপকারী। দাঁতের যত্ন নিতে যেমন টুথপেস্টে (Toothpaste) উপকারী উপাদান থাকে, তেমনই একই ধরনের উপাদান রয়েছে এই সকল ট্যাবলেটে। অন্যদিকে, এই ট্যাবলেট বহন করাও বেশ সহজ। যে কারণে, খুব তাড়াতাড়ি ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে এই ট্যাবলেট। গবেষণায় জানা গিয়েছে, ছোট থেকে বড় সকলের জন্য উপকারী এই ট্যাবলেট। তবে, বাচ্চাদের এই ট্যাবলেট ব্যবহারে সতর্ক হওয়া উচিত। ছয় বছরের কম বয়সী বাচ্চা এটি ব্যবহারের সময় খেলায় রাখুন। কারণ, এই ট্যাবলেট বেশি মাত্রা পেটে গেলে সমস্যা দেখা দিতে পারে। সে যাই হোক, এবার থেকে দাঁতের যত্ন (Teeth Care) নিতে কিংবা ঝকঝকে দাঁত পেতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট ট্যাবলেট (Toothpaste Tablets)। এবার দাঁতে মুক্তোর চমক আনতে বেশ উপকারী এই টুথপেস্ট ট্যাবলেট।
আরও পড়ুন- চুল সুন্দর ও ভালো করতে হলে অবশ্যই মেনে চলুন এই শর্ত, জানুন ড্যামেজড হেয়ার ঠিক করার উপায়
আরও পড়ুন- এবার ইউপিআই জগতে টাটার গ্র্যান্ড এন্ট্রি, নয়া চমক ৭ এপ্রিল
আরও পড়ুন- দক্ষিণ আমেরিকার এই ফল সুপারফুড হিসেবে খ্যাত, রইল মাকুই বেরির অবাক করা খাদ্যগুণ