দ্বিতীয় বারের জন্য আবারও ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে। এই বারে ক্ষমতা ধরে রাখতে পারলে নতুন রেকর্ড গড়বে গেরুয়া শিবির। অন্যদিকে ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেসও, জেডিএসও। যদিও দক্ষিণের এই রাজ্যে জয় নিয়ে আশাবাদী বিজেপি।
ভোট যুদ্ধ শুরু কর্ণাটকে। বুধবার সকাল থেকে গোটা দেশের নজর এই নির্বাচনের দিকে। দক্ষিণের একমাত্র এই রাজ্যে এখন পর্যন্ত নিজেদের জমি ধরে রেখেছিল গেরুয়া দল। এবারের নির্বাচনেও কি মোদী ম্যাজিক দেখবে কর্ণাটক? নাকি কুর্সি হাতছাড়া হবে বিজেপির। কর্ণাটকে এবার গদি বাঁচানোর লড়াই মোদীর। উল্লেখ্য ১৯৮৫ সালের পর কর্ণাটক কোনও একটি দলকে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় রাখেনি। তবে গত তিন বছর ধরে এই রাজ্যে রাজ করছে বিজেপি। দ্বিতীয় বারের জন্য আবারও ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে। এই বারে ক্ষমতা ধরে রাখতে পারলে নতুন রেকর্ড গড়বে গেরুয়া শিবির। অন্যদিকে ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেসও, জেডিএসও। যদিও দক্ষিণের এই রাজ্যে জয় নিয়ে আশাবাদী বিজেপি। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বিএস ওয়েদুরাপ্পা ভোট দিতে এসে তেমনটাই মন্তব্য করলেন।
১০ মে বুধবার সকাল ৭টা থেকে কর্ণাটকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বেলা ১০টা নাগাদ ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ওয়েদুরাপ্পা। বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে বলেও দাবি করেন তিনি। ওয়েদুরাপ্পা বলেন,'সকাল সকাল ভোট দিন। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে মানুষ বিজেপিকে ভোট দেবে। এ রাজ্যের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন করে। আমরা ১৩০ থেকে ১৩৫টি আসন পেতে চলেছি।'
বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে কর্ণাটকের ২২৪টি আসনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৫ কোটিরও বেশি ৩১ লক্ষেরও বেশি ভোটার ২৬১৫ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য নির্ধারণ করবেন। ভোট গ্রহণ হবে ৫৮ হাটার ৫৪৫টি পোলিং স্টেশনে। প্রত্যেকটি বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্ণাটকে ২৬১৫ প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২৪৩০ ও মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ১৮৪ জন। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্ণাটকে তরুণ ভোটারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী ৪ লক্ষেরও বেশি পোলিং কর্মী ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন।
আরও পড়ুন -
সকাল ৭টা থেকেই ভোট গ্রহণ শুরু , ভাগ্য নির্ধারণ বিজেপি-কংগ্রেসের
কর্ণাটক নির্বাচনের দিন সবেতন ছুটি ঘোষণা গোয়া সরকারের, অসন্তুষ্ট বিরোধীরা