ভোট বড় বালাই। পরের বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করতে মরিয়া প্রায় সব দলই। এবার নিজেদের মধ্যেই বাকবিতণ্ডায় জড়ালেন দুই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বহিরাগত, ক্ষমতালোভী বলে খোঁচা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির।
ঠিক এক বছর আগের কথা। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন তুঙ্গে সেইসময় কেন্দ্র রাজ্যের রাজনৈতিক চাপানউতোর পেয়েছিল এক অন্য মাত্রা। কেন্দ্রীয় সরকারের একের পর এক শীর্ষ নেতৃত্ব এসে প্রচার শুরু করেছিলেন বাংলায়। সেই তালিকা থেকে বাদ পড়েন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে উঠে এসেছিল 'বহিরাগত' তকমা অর্থাৎ বাইরে থেকে আসা নেতা মন্ত্রীদের বহিরাগত বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর বাঙালির বিধানসভা নির্বাচনে বিরাট অঙ্কের ব্যবধানে জয় পেয়েছে মমতা সরকার। বছর ঘুরলেই এবার পাঞ্জাব বিধানসভা নির্বাচন। সেখানেও এবার শোনা গেল সেই একই বহিরাগত তত্ত্ব।
উল্লেখ্য, চলতি বছরে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগেই সেখানে বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি কিছুদিন আগেই সেখানে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্মীর ভান্ডারের আদলে প্রকল্প আনার কথা ঘোষণা করেন তিনি। সেখানে গিয়ে তিনি মানুষকে আশ্বাস দেন যে, পাঞ্জাবে তাঁদের সরকার অর্থাৎ 'আম আদমি পার্টির' সরকার (AAP Govt) ক্ষমতায় এলে 'পঞ্জাবের ১৮ ঊর্ধ্ব প্রত্যেক মহিলামাসে ১০০০ টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।'
পাশাপাশি তিনি আরও বলেন যে, 'পঞ্জাব কংগ্রেস জানাচ্ছে না যে চরণজিৎ সিং চন্নি, সুখজিন্দর সিং রানধাওয়া নাকি নভজ্যোত সিং সিধু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। উত্তর প্রদেশেও শাসক দল বিজেপি বলছে না যে এবারও যোগী আদিত্যনাথই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন নাকি অন্য কেউ। উত্তরাখণ্ড ও গোয়াতেও একই খেলা চলছে।' তবে চিন্তা করবেন না আমরা বাকি দলের আগেই মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করব।' এরপরই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)।
আরও পড়ুন- Mysterious Light: আকাশে রহস্যময় আলো নিয়ে চাঞ্চল্য উত্তর ভারত জুড়ে, ভাইরাল হল ভিডিও
সম্প্রতি একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM)। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিষয়ে কথা বলতে গিয়ে এবার তাঁর মুখেও উঠে এল সেই একই 'বহিরাগত' তত্ত্ব। তিনি বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) একবার পাঞ্জাবের ইতিহাসটা মনে রাখা উচিত। এখানকার মানুষ নিজের ভূমিকে ভালোবাসেন। বহিরাগতদের কোনও জায়গা নেই।' তিনি আরও বলেন, 'কেজরিওয়াল ভুয়ো খবর প্রচার করতে পছন্দ করেন। রাজ্যের বিষয়ে তাঁর আদতে কোনো ধারণা নেই। তিনি ক্ষমতালোভী তাই রাজ্যের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।' পাশাপাশি কেজরিওয়াল সরকারকে (Kejriwal Govt) তাঁর সাফ হুঁশিয়ারি 'এই ধরণের নিচু মানের রাজনীতি করে পাঞ্জাবে সুফল আশা করাই উচিত নয়।'
আরও পড়ুন- Narendra Modi: এটিএম নয়, মোবাইল পেমেন্টেই ভরসা রাখছে ভারত, জানালেন মোদী