লকডাউনে ফুটল হাসি, কলকাতা বিমানবন্দর থেকে ৬১জন বাংলাদেশিকে দেশে ফেরাল বিশেষ উড়ান

Published : May 03, 2020, 06:02 PM IST
লকডাউনে ফুটল হাসি, কলকাতা বিমানবন্দর থেকে ৬১জন বাংলাদেশিকে দেশে ফেরাল বিশেষ উড়ান

সংক্ষিপ্ত

ফের অসহায় ব্য়ক্তিদের দেশে ফেরাতে উড়ল আন্তর্জাতিক উড়ান  কলকাতায় আটকে পড়া ৬১ জন বাংলাদেশিকে নিয়ে রওনা দিয়েছে  তবে পুরোপুরি স্বাস্থ্য়বিধি মেনেই চেকআপের পরেই যাত্রীরা বিমানে ওঠেন  উল্লেখ্য় চলতি মাসের ১ তারিখে আরও ৭০ জনকে পৌছে দিয়েছিল এই বিমান

ফের অসহায় ব্য়ক্তিদের দেশে ফেরাতে দমদম বিমানবন্দর উড়ল আন্তর্জাতিক উড়ান। কলকাতায় আটকে পড়া প্রায় ৬১ জন বাংলাদেশি যাত্রীকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমান উড়ে গেল বাংলাদেশের উদ্দেশে।  তবে পুরোপুরি স্বাস্থ্য়বিধি মেনেই, চেকআপের পরেই যাত্রীরা বিমানে ওঠেন।

আরও পড়ুন, করোনা যুদ্ধের সৈনিক সাংবাদিকরাও, ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার কথা ঘোষণা মমতার


বিমানবন্দর সূত্রের খবর, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান, আটকে পড়া যাত্রীদের নিয়ে দমদম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে গেছে। উল্লেখ্য়,  চলতি মাসের ১ তারিখেই ৭০ জন বাংলাদেশিকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমান উড়ে গিয়েছিল। কিন্তু ওই দিন ছোট বিমান হওয়ায় সকল বাংলাদেশি যাত্রীদের নিয়ে যাওয়া যায়নি। তাই রবিবার  বাকিদেরকে নিয়ে রওনা দিল বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট বিজি-৪০৩০।

আরও পড়ুন, আকাশ ঝেঁপে পুষ্প বৃষ্টি শহরের কোভিড হাসপাতালে, পাপড়ি ছড়িয়ে চিকিৎসকদের সম্মান জানাল বায়ু সেনা


অপরদিকে, করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের জেরে কলকাতায় কাজ করতে এসে আটকে পড়েছিলেন রাজস্থানের অসংখ্য় বাসিন্দা। রাজ‍্য পরিবহণ দফতর ও বড়বাজার থানার তরফে রবিবার প্রায় ৩০০ জনকে রাজস্থানে ফেরত পাঠানো হচ্ছে। 

 

এনআরএসে করোনা আক্রান্ত আরও ১৩, একজনের রিপোর্ট আসার আগেই মৃত্যু

টানা ২ সপ্তাহ পর খুলল হাওড়া হাসপাতাল, করোনাকে হারিয়ে কাজে যোগ দিলেন সুপার

 করোনা আক্রান্ত এবার জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক পুলিশকর্মী, বাঙ্গুর হাসপাতালে তিনি চিকিৎসাধীন

টিকিয়াপাড়া কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ, গ্রেফতার প্রধান অভিযুক্ত শাকিব সহ আরও ১৩

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

PREV
click me!

Recommended Stories

Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা
“এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে”! মমতার দিকে নিশানা হুমায়ুন কবীরের?