সুখবর, একই দিনেই মধ্য়েই ছুটি পেলেন রাজ্যের ৬৭ করোনামুক্ত রোগী

  • রাজ্য়ে করোনা উদ্বেগের মধ্য়েই এসেছে সুখবর 
  •  শুধু আক্রান্তের সংখ্য়া বাড়ছে না, সুস্থও হচ্ছে একই সঙ্গে অনেকে 
  •  রাজ্যের ৬৭ জন করোনা রোগী একই দিনে ছুটি পেয়েছেন 
  • উল্লেখ্য়, সম্প্রতি একসপ্তাহের মধ্য়ে বাঙ্গুর হাসপাতালেও ২০০ করোনা মুক্ত হয়েছিলেন 

Ritam Talukder | Published : May 18, 2020 10:08 AM IST

রাজ্য়ে করোনা উদ্বেগের মধ্য়েই সুখবর। শুধু আক্রান্তের সংখ্য়া বাড়ছে না, সুস্থও হচ্ছে একই সঙ্গে অনেকে।পরীক্ষা করে রিপোর্ট নেঘেটিভ আসতেই রাজ্যের ৬৭ জন করোনা রোগী একই দিনে ছুটি পেয়েছেন। উল্লেখ্য়, সম্প্রতি একসপ্তাহের মধ্য়ে বড় সাফল্য় পেয়েছিল কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল।

আরও পড়ুন, দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

 স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্য়ে রবিবার পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৭ জন। এরমধ্য ১ হাজার ৪৮০ জনের শরীরে সক্রিয় ভাবে করোনাভাইরাস রয়েছে। রাজ্য সরকার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রবিবার পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬। এর মধ্যে ৭২ জনের কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন, আমফান মোকাবিলায় সব ভাবে প্রস্তুত বাংলা, কাজে লাগছে বুলবুলের অভিজ্ঞতাও

 স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, রবিবার রাজ্যের ৬৭ জন করোনা রোগী ছুটি পেয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর,   ছুটি পাওয়া করোনা আক্রান্তের সংখ্যা ৯৫৯ জন, মোট আক্রান্তের ৩৫ .৮২ শতাংশ।  রবিবার অবধি করোনা পরীক্ষা হয়েছে ৮৮৬৮ জনের। এবং মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ হাজার ৯৫৬ জনের। উল্লেখ্য় কিছু দিন আগে এমআর বাঙ্গুর হাসপাতালেও ২০০ করোনা মুক্ত হয়েছিলেন মাত্র একসপ্তাহের মধ্য়ে। 

 

 

 রাজ্য়ে ২৪ ঘণ্টায় মৃত ৬, করোনায় আক্রান্ত বেড়ে ১০১

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

 বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!