লড়াই শেষ, ফের কলকাতায় করোনা আক্রান্ত প্রবীণ চিকিৎসকের মৃত্যু

  •  করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু কলকাতায়  
  • প্রাণ হারালেন মেডিসিনের চিকিৎসক পি কে বন্দ্য়োপাধ্যায়
  • উল্লেখ্য, ওই চিকিৎসক হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন 
  • ১ মাস আগে হৃদযন্ত্রে ২টি স্টেন্ট বসিয়েও শেষ রক্ষা হল না 

Ritam Talukder | Published : Jul 31, 2020 11:23 AM IST / Updated: Jul 31 2020, 05:00 PM IST


 ফের করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু কলকাতায়। করোনায় প্রাণ হারালেন এবার জেনারেল মেডিসিনের চিকিৎসক পি কে বন্দ্য়োপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন উপসর্গ ভুগছিলেন। অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। এরপরেই প্রাণ হারান তিনি। 

আরও পড়ুন, কলকাতা মেডিক্য়ালে পিপিই পরে করোনা আক্রান্তের গয়না চুরি, আটক হাসপাতালেরই কর্মী

 
করোনা আক্রান্ত হয়ে জেনারেল মেডিসিনের চিকিৎসক পি কে বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যু । বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সত্তরোর্ধ এই চিকিৎসকের। গত সপ্তাহে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা খবর, করোনা আক্রান্ত ওই চিকিৎসক হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এক মাস আগে হৃদযন্ত্রে ২টি স্টেন্ট বসানো হয়েছিল।

আরও পড়ুন, শহরবাসীর প্রাণ বাঁচালেন ইবি-র অফিসারেরা, উদ্ধার ১৪০০ লিটার ভেজাল স্যানিটাইজার, গ্রেফতার ২

উল্লেখ্য, রাজ্য়ে প্রতিদিনই প্রায় করোনায় আক্রান্তের মৃত্যু সংখ্য়া বাড়ছে। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী ফের রেকর্ড ভাঙল রাজ্য়ের করোনা মৃত্যু সংখ্য়া। একদিনে পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মৃত্যু হল ৪৬ জনের। যার জেরে রাজ্য়ে সব মিলিয়ে করোনা মৃত্যুর সংখ্য়া দাঁড়ালো ১৫৩৬জন।  রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, মৃত ৪৬ জনের মধ্যে কলকাতারই ১৬ জন৷  বর্তমানে রাজ্য়ে করোনা সক্রিয় রয়েছে এরকম রোগীর সংখ্য়া ১৯,৯০০ জন৷ সব মিলিয়ে  এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৭,৬৯২ জন৷ 
 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!