আমফানের দেড় সপ্তাহ পর ভয়াবহ ঘটনা বাঁশদ্রোণীতে, গাছ সরাতে গিয়ে বেরিয়ে এল দেহ

 

  • বাংলায় ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর দেড় সপ্তাহ কেটে গেছে 
  • এখনও শহর জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে গাছ সরানোর কাজ 
  • গাছ সরাতে গিয়ে রবিবার বাঁশদ্রোণী এলাকা থেকে উদ্ধার মৃতদেহ 
  • ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ 

Ritam Talukder | Published : May 31, 2020 8:39 AM IST

বাংলায় ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর দেড় সপ্তাহ কেটে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় সেনা সহ এনডিআরএফ শহরের অধিকাংশ ভেঙে পড়া গাছ সরিয়ে রাস্তা ফাঁকা করছে। আর এমন সময় রবিবার সাতসকালে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় ঘূর্ণিঝড় আমফানের জেরে পড়ে যাওয়া গাছ সরাতে গিয়ে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির পচাগলা দেহ।

আরও পড়ুন, আমফানে বিকল ধাপার চুল্লি, রবিবারে সারিয়ে দাহকাজ শুরুর আশ্বাস কলকাতা পুরসভার


সূত্রের খবর, বাঁশদ্রোণীর উষা থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির পচাগলা দেহ। জানা গিয়েছে, আমফান ঘূর্ণিঝড়ে গাছ পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। রবিবার  সকালে গাছ সরিয়ে এলাকা পরিষ্কার করার সময় পাঁচিলের পাশ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন, সোমবার চালু মেল- এক্সপ্রেস ট্রেন, কনফার্ম টিকিট সহ ৯০ মিনিট আগে স্টেশন যেতে হবে যাত্রীদের


অপরদিকে, একে করোনার সংক্রমণ, তার উপর যে ঘূর্ণিঝড় আমফানে বিপুল ক্ষতিগ্রস্থ বাংলা। চাষের জমি থেকে শুরু করে বাড়ি ঘর প্রায় সবই লোকশান পেরিয়ে উঠতে উঠতে অনেকটা সময় কেটে যাবে। আর তারই মাঝে বাঁশদ্রোণীর এই মর্মান্তিক ঘটনা যেন ভয়াবহ আমফানের কথা আরও একবার মনে করিয়ে দিল কলকাতাকে।

 

 

রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ৫০০০, একদিনে আক্রান্ত ৩১৭ 

 করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

Share this article
click me!