বেহালাবাসীর জন্য ফের ময়দানে করোনা জয়ী কাউন্সিলর, ১২৩ নম্বর ওয়ার্ডে শুরু র‌্যাপিড টেস্ট

  • করোনা জয়ী হয়ে ফের পরিষেবা দিতে ময়দানে নামলেন বেহালার কাউন্সিলর 
  • আগে বেহালা ১২৩ নম্বর ওয়ার্ড করোনায় অধিক পরিমাণে সংক্রমিত হয়েছিল 
  • সেই সময় বেহালাবাসীকে পরিষেবা দিতে নিজেই আক্রান্ত হন সুদীপ পোল্লে 
  • সোমবার ছুটি পেতেই তারই উদ্যোগে  ১২৩ নম্বর ওয়ার্ডে শুরু করোনা টেস্ট 
     

Ritam Talukder | Published : Aug 10, 2020 12:02 PM IST / Updated: Aug 10 2020, 05:39 PM IST

করোনা জয়ী হয়ে ফের পরিষেবা দিতে ময়দানে নামলেন বেহালার কাউন্সিলর। আগে থেকেই  বেহালা ১২৩ নম্বর ওয়ার্ড করোনায় অধিক পরিমাণে সংক্রমিত হয়েছিল।সেই সময় এলাকাবাসীকে পরিষেবা দিতে আক্রান্ত হন সুদীপ পোল্লে। সংক্রমণ মুক্ত হয়ে সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। আর ঘরে ঢুকতে না ঢুকতে শুরু করে দিলেন কাজ।

আরও পড়ুন, 'উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের মতো আচরণ করছে পুলিশ', মমতা সরকারকে হুঁশিয়ারি রাজ্য়পালের
 
 বেহালা ১২৩ নম্বর ওয়ার্ড  করোনা আক্রান্তে অনেক আগেই ভরে  গিয়েছিল।  মানুষকে পরিষেবা দিতে দিতে ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে নিজেও করোনাতে আক্রান্ত হন। তারপর হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে সোমবার ছুটি পেয়েছেন। আর ছুটি পেতেই সোমবারই আবার মানুষের সাহায্যর জন্য ময়দানে নেমে পড়েছেন। সোমবার তারই উদ্যোগে বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডে শুরু হোল  করোনা রেপিড টেস্ট। যার মাধ্য়মে এক ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। যারা পজিটিভ হবে তাদের আবার টেস্ট করিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।

আরও পড়ুন, পাতিপুকুর মাছ বাজারে একাধিক উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ, আতঙ্কিত ক্রেতা-বিক্রেতা
 
অপরদিকে, শহরে ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭ হাজার৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি৷ তবে সুখবরও আছে। এই অবধি সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন৷ এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৬ জন৷ এদিকে শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের৷ অপরদিকে, কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬৭ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৫৪ জনে তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৭৫ জন৷ একদিনে বেড়েছে ৮৮৯ জন৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৫ জন৷  

 

 

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

Share this article
click me!