করোনার থাবা ফের বিধাননগরে। করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি, ট্রাফিক। উপসর্গহীন হওয়ায় হোম কোয়ারেন্টাইনেই তিনি চিকিৎসাধীন। তার স্ত্রী সহ সংস্পর্শে আসা ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুন, ডেঙ্গু নিধনে হাতিয়ার মাছ, পথ দেখাচ্ছে বাপির গাপ্পি
পুলিশি সূত্রে খবর, ট্রাফিক পুলিশের এই অফিসার 'বন্দে ভারত মিশন'-এ কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভিন রাজ্য থেকে ফেরা যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর কাজের তদারকি করছিলেন তিনি। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উপসর্গ না থাকলেও তার লাল রস নমুনা পরীক্ষায় পাঠানো হয়। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই দ্রুত নিউটাউনে একটি আবাসনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সপরিবার। পাশপাশি তিনি করোনা পজিটিভ হওয়ায় বাড়ির পরিচারিকা, নিরাপত্তারক্ষী, গাড়িচালক-সহ ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং তাঁর অফিসটি স্যানিটাইজ করা হয়েছে।
আরও পড়ুন, এনআরএসে নার্স সহ করোনা আক্রান্ত ৮, মুহূর্তেই পাঠানো হল কোভিড হাসপাতালে
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু একাধিক পুলিশকর্মীর। সম্প্রতি বিধান নগর উত্তর থানার একাধিক জন করোনা আক্রান্তের পর করোনায় সংক্রমণ হয় বিধান নগর সাইবার ক্রাইম থানায়। করোনা উপসর্গ দেখা দেয় বিধান নগর সাইবার ক্রাইম থানার বেশ কিছু পুলিশ কর্মীর। সন্দেহ হতেই সেই মতো তাদের আইসলেশন এ রেখে তাদের করোনা পরীক্ষার জন্য ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরপর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেশ কিছু পুলিশ কর্মীর জ্বর ছিল। এরপর পাঁচ জনের রিপোর্ট আসে পজিটিভ। ইতিমধ্যেই বিধান নগর উত্তর থানায় প্রায় ১০ জন করোনা পজিটিভ রয়েছে। বেশ কয়েকজন আইসলেশনে আছে। বিধান নগর উত্তর থানা ও বিধান নগর সাইবার ক্রাইম থানা একই বিল্ডিংয়ে হওয়াতে চরম আতঙ্ক ছড়ায় ওই থানাতেও।
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ