কোভিড রোগীর ভর্তি নিয়ে দেরী করল কলকাতা মেডিক্যাল। অ্যাম্বুল্যান্সে বসে প্রায় ঘণ্টাখানেক শ্বাসকষ্টে ছটফট করলেন বছর ৮৫-র বৃদ্ধা। কোভিড আক্রান্ত ওই বৃদ্ধা কসবার বাসিন্দা। স্বাস্থ্যভবন পাঠানো সত্ত্বেও এমার্জেন্সিতে কর্মরত চিকিৎসক ভর্তি নিতে দেরী করলেন।
আরও পড়ুন, চার বছর ধরে লাগাতার ধর্ষণ, শ্যামপুকুর থানায় বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের তরুণীর
শুক্রবার ১০২ অ্যাম্বুল্যান্স করে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয় ওই বৃদ্ধাকে। অ্যাম্বুল্যান্সের চালক ও কর্মীরা মিলে নামান ওই বৃ্দ্ধাকে। এরপরেই শুরু হয় ভর্তি নিয়ে টালবাহানা। অনেক অনুরোধ করার পরে শেষে স্বাস্থ্যভবনে ফোন করার পর সুরাহা মেলে। শেষপর্যন্ত মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে ভর্তির ছাড়পত্র পেলেন ওই মহিলা।
কিন্তু এত কিছুর পরেও গ্রিন বিল্ডিংয়ের সামনে মিলল না কোনও হুইল চেয়ার। লাঠিতে ভর করে নিজেই হাঁটতে শুরু করলেন ওই অসুস্থ বৃদ্ধা। গ্রিন বিল্ডিংয়ের সিঁড়িতে পৌঁছানোর পর আনা হয় হুইল চেয়ার।
আরও দেখুন, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৫ হাজার, একদিনে মৃত্যু ২২, দেখুন ছবি
ওই ১০২ অ্যাম্বুল্যান্সের চালক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী করোনা আক্রান্ত রোগীর জন্য স্বাস্থ্যভবন থেকে ১০২ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে। এরপর ওই রোগীকে কলকাতা মেডিক্যালে পাঠানো হয়। সেই নির্দেশেই পেয়ে ওই বৃদ্ধাকে কলকাতা মেডিক্য়ালে নিয়ে আসা হয়। কিন্তু এমার্জেন্সিতে ভর্তি না নিয়ে কর্মরত চিকিৎসক রিপোর্ট দেখতে চান। 'আমরা বলি স্বাস্থ্যভবন আমাদের মেসেজ করে এখানে আনতে বলেছে। আপানাদের কাছে মেসেজ করে দিয়েছে। কিন্তু ওই চিকিৎসক ভর্তি নিতে রাজি হননি। প্রায় সোয়া একঘণ্টা অ্যাম্বুল্য়ান্সে বসেই শ্বাসকষ্টে ভুগছিলেন ওই মহিলা'। তারপর ওই বৃদ্ধাকে ভর্তি নেয় কলকাতা মেডিক্য়াল।
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে