করোনা-আমফানে পাড়ার পুজোয় বাজেটে ছাঁট, প্রবাসে বেশি ডাক সপরিবার উমার

  • করোনা-আমফানে পাড়ার পুজোয় বাজেটে ছাঁট 
  • বাইরের দেশে বেশি ডাক  উমার কুমোরটুলি থেকে
  •  সোমবার সপরিবার উমা পাড়ি দিচ্ছে মেলবোর্নে
  •  শাড়ি, জরির গয়না, মুকুট পরে সাজগোজ সম্পূর্ণ  

Ritam Talukder | Published : Jun 5, 2020 11:07 AM IST / Updated: Jun 05 2020, 04:40 PM IST


একদিকে করোনার কোপ। অন্য়দিকে আমফানের তাণ্ডবে অনেকের থাকার ঘরটুকুও নেই।  যার জেরে শহরে দুর্গাপুজোর বাজেটে পড়েছে কোপ। কারণ শহরে একাধিক নাম করা পুজো কমিটিগুলি করোনা সঙ্কটে শহরের পাশে সাহায্য়ের হাত রেখেছে। অনেকেই তাদের ফান্ড বা নিজেদের সঞ্চয় তুলে শহরের একাধিক এলাকায় ত্রাণ পৌছে দিয়েছে। এমন পরিস্থিতিতে চলতি বছরে  দুর্গাপুজোর  বাজেট ছেটে ফেলেছেন পুজাকর্তারা। কিন্তু  একাধিক প্রতিকূলতার মধ্যেও পুজোর গন্ধ এসে পড়েছে কুমোরটুলিতে।  সোমবারই সপরিবার উমা পাড়ি দিচ্ছে মেলবোর্নে। 

আরও পড়ুন, বিশ্ব পরিবেশ দিবসে আমফানে বাংলার ক্ষতি মাপতে সফর কেন্দ্রীয় দলের, টুইটে কী বললেন মমতা

জানা গিয়েছে, ৮ ফুটের ফাইবারের দুর্গা কার্তিক,গণেশ, লক্ষ্মী,সরস্বতীকে জাহাজে করে নিয়ে যাওয়া হবে। বিদেশ থেকে আসা প্রতিমার বরাতও এবার অন্যবারের তুলনায় বেশ কম। যে সমস্ত প্রবাসীরা গত বছর নভেম্বর, ডিসেম্বরে অর্ডার দিয়েছিলেন, সেই প্রতিমায় বিদেশে পাড়ি দেওয়া শুরু করছে সোমবার। গায়ে শাড়ি, জরির গয়না, মাথায় মুকুট পরে সাজগোজ সম্পূর্ণ। এখন শুধু যাওয়ার অপেক্ষা দশ হাতে দশ রকমের অস্ত্র নিয়ে দশপ্রহরণধারিণী। মেলবোর্ন ছাড়াও জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডেও লকডাউনের মধ্যেই রওনা হবে মা দুগ্গা। 

আরও পড়ুন, ভেঙে পড়ল কলেজস্ট্রিটের ১০০ বছরের পুরোনো বাড়ির বারান্দা, আহত ৩


অপরদিকে আবার এবছরে শহরের কোন ক্লাবের বাজেটে অনেকটা পরিমাণে বাজেটে ছাঁটা হয়েছে। কারণ শহরে একাধিক নাম করা পুজো কমিটিগুলি করোনা সঙ্কটে শহরের পাশে সাহায্য়ের হাত রেখেছে।  জানা গিয়েছে, চলতি বছরে  দুর্গাপুজোর  বাজেটে একডালিয়া এভারগ্রীন ৫০ শতাংশ ছাঁটতে চলেছেন। চেতলা অগ্রনী ৮০ শতাংশ ছাঁটতে চলেছেন। বালিগঞ্জ কালচারাল ৬০ শতাংশ ছাঁটতে চলেছেন। ত্রিধারা সম্মেলনী ৭০ শতাংশ ছাঁটতে চলেছেন। তবে শ্রীভুমি স্পোর্টিং এবং যোধপুর পার্ক সার্বজনীন  পূজা বাজেট নিয়ে মিটিং হয়নি। নাকতলা উদয়ন সংঘ ৫০ শতাংশ ছাঁটতে চলেছেন । পঁচানব্বই পল্লী ৭৫ শতাংশ ছেঁটেছেন।  কলেজ স্কোয়ার  ৯০ শতাংশ ছাঁটতে চলেছেন। তবে শুধু কলকাতার নামী পুজা নয়, শহরের কমবেশি সব পুজোকমিটিই  তাদের বাজেটে অনেকাংশেই ছেঁটে ফেলেছেন।

 

 

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

Share this article
click me!