সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১০ টি ইঞ্জিন

  • ফের অগ্নিকাণ্ডের শিকার শহরবাসী 
  • সেক্টর ফাইভের একটি বহুতলে আগুন
  • ঘটনাস্থলে পৌঁছে যায় ১০ টি ইঞ্জিন 
  • এলাকায় ব্য়াপক চাঞ্চল্যের সৃষ্টি হয় 
     

Ritam Talukder | Published : May 10, 2020 8:07 AM IST / Updated: May 10 2020, 02:09 PM IST

ফের অগ্নিকাণ্ডের শিকার শহরবাসী। সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে আগুন লাগে। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। পাশাপাশি অফিস বিল্ডিং এলাকার দরুণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়ে এলাকায় ব্য়াপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন, কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

সূত্রের খবর,সল্টলেক সেক্টর ফাইভে একটি বহুতল অফিস-বিল্ডিংয়ের ১০ তলায় রবিবার সকাল দশটা নাগাদ আগুন লাগে। এরপর সেই আগুন সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার এলার্ম বাজার পর সবাই তড়িঘড়ি দমকল কে খবর দেয়। প্রথম ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে।  আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনার জন্য় পরে আরও ৬টি দমকলের ইঞ্জিন উপস্থিত হয়। যুদ্ধকালীন তৎ‍‌পরতার সঙ্গেই চলে আগুন নেভানোর কাজ।  পাশাপাশি অফিস বিল্ডিং এলাকার দরুণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

আরও পড়ুন, কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতেই ১ মাসের মধ্যে ফাইনাল সেমিস্টার, স্বাস্থ্য়বিধি মেনেই পরীক্ষা হোম সেন্টারে

অপরদিকে, সেক্টর ফাইভের ওই বহুতলে কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। আগুন লাগার ঘটনায়  সল্টলেকের ওই এলাকায় ব্য়াপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য়  কেষ্টপুর,কাকুড়গাছি, আনন্দপুর, পার্কসার্কাস, রাজাবাজার, কসবা সহ শহরের একধিক জায়গায় অগ্নিকাণ্ড হয়ে চলেছে।  তবে এর মধ্য়ে  শহরের কয়েক জায়গায় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে রীতিমত প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। তবে এবার সেই ভয়াবহ পরিস্থিতি থেকে অনেকখানি স্বস্থি মিলেছে। শহরে আগুন নেভানোর কাজে ঠাকুরপুকুর অগ্নিনির্বাপণ কেন্দ্রে আনা হয়েছে মানুষের মতই সাবলম্বি রোবট। 


 

 

'যোদ্ধারা সমরে-করোনা দূরে', ফের সচেতনতামূলক পথচিত্র আঁকল বেলেঘাটা ৩৩ পল্লী

বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!