টানা বৃষ্টিতে শহরের রাস্তার বেহাল দশা, ৭ দিনেই ঠিক করবেন ঘোষণা ফিরহাদের

  • কলকাতায় মঙ্গলবার থেকে একাটানা ভারী বৃষ্টি শুরু হয়েছে 
  •  বৃষ্টিতে শহরের রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে গিয়েছে 
  • এদিকে বিরামহীনভাবে গাড়ি চলছে,বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি 
  • তাই আগামী ৭দিনেই ঠিক করে দেওয়ার কথা জানান ফিরহাদ 

Asianet News Bangla | Published : Aug 6, 2020 11:27 AM IST / Updated: Aug 06 2020, 04:58 PM IST


বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতায় মঙ্গলবার থেকে একাটানা ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মাঝে শুধু একটা দিন বুধবার লকডাউন ছিল। তাছাড়া শহরের রাস্তায় 'ঘন ঘোর বর্ষায়' বিরামহীন গাড়ি চলাচল করছে। কারণ এখনও মেট্রো, লোকাল ট্রেন চলাচল করছে না। তাই একটানা বৃষ্টি এবং গাড়ি সংখ্যা বৃদ্ধিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে গিয়েছে। যার থেকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই শহর কলকাতায় রাস্তায় যে খানাখন্দের সৃষ্টি হয়েছে, তা  শীঘ্রই ঠিক করে দেওয়া হবে বলে জানালেন কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম । 

আরও পড়ুন, শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফল, কোন কোন ওয়েবসাইটে ফল জানা যাবে, জানুন বিস্তারিত


কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম জানিয়েছেন,  'গত দু দিন বৃষ্টির ফলে শহর কলকাতায় রাস্তায় যে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তা ঠিক করে দেওয়া হবে। তবে তিনি এর সঙ্গে উল্লেখ করেছেন যদি আবহাওয়া শুকনো থাকে তবেই তা সম্ভব হবে। টানা সাত দিন আবহাওয়া শুকনো থাকলে তবেই কাজ করা সম্ভব হবে। তবে শহর কলকাতা রাস্তায় খুব বেশি খানাখন্দের সৃষ্টি হয়নি' বলেও জানিয়েছেন তিনি। তবে পুজোর আগে সমস্ত জায়গায় রাস্তায় যে গর্তের সৃষ্টি হয়েছে তা সারিয়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন। 

আরও দেখুন, ফি মুকুবের দাবিতে বিক্ষোভ, 'চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল'-র বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলল অভিভাবকরা


অপরদিকে,  তিনি জানিয়েছেন পাটুলি বা বেলেঘাটায় কনটেইমেন্টের সংখ্যা বাড়ছে। তার কারণ হিসেবে তিনি বৃহস্পতিবার ব্যাখ্যা করেছেন এসব জায়গায় যে সমস্ত বাজার আছে, সেখানে মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজার করছেন। আবার হয়তো  মাস্ক ব্যবহার করছেন না। ফলতো এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন বড় বড় আবাসন গুলিতে যেখানে আছে লিফট ব্যবহার করার আগে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। তা না হলে এই সংক্রমণ কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কারণ এই ভাইরাস কোথায় থাকছে তা জানা সম্ভব হচ্ছে না। বা কার মাধ্যমে ছড়াচ্ছে তাও বোঝা সম্ভব হচ্ছে না। তাই নিজে থেকে সবসময় সতর্ক ও সচেতন থাকতে হবে। সেই কারণে মাস্ক  ব্যবহার বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সবাইকে বলে জানান ফিরহাদ হাকিম।

 

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!