৩১ জুলাই পর্যন্ত দিল্লি-কলকাতায় উড়ান বন্ধ, সঙ্গে নিষিদ্ধ আরও ৫ হটস্পট শহর

  • ৩১ জুলাই পর্যন্ত করোনার হটস্পট শহর থেকে উড়ান বন্ধ 
  •  সংক্রমণ রুখতে উড়ানে নিষেধাজ্ঞারার মেয়াদ বাড়াল রাজ্য সরকার 
  • দেশের মোট ৬ টি শহর থেকে কলকাতায় উড়ান নামতে পারবে না 
  • এয়ারপোর্ট অথরিটির তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে 

Ritam Talukder | Published : Jul 18, 2020 4:07 AM IST

৩১ জুলাই পর্যন্ত করোনার হটস্পট শহর থেকে উড়ান বন্ধ। রাজ্যে সংক্রমণ রুখতে সর্বাধিক করোনা প্রভাবিত শহরগুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ানে নিষেধাজ্ঞারার মেয়াদ বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার।আগামী ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ৬ টি শহর থেকে কলকাতা বিমানবন্দরে কোনও উড়ান নামতে পারবে না। 

আরও পড়ুন, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শনিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন

সূত্রের খবর,  দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমদাবাদ  এই ছয় শহর থেকে কলকাতায় উড়ান নিষিদ্ধ করা হয়েছে। এই শহরগুলিতে সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে। এর আগে ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঘরোয়া উড়ানে বিধিনিষেধ জারি করেছিল সরকার। সেই সময় শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হল এবার। সর্বাধিক করোনা প্রভাবিত এলাকাগুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ান আসা বন্ধ রাখার আর্জি জানিয়ে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পিএস খারোলাকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। অন্য রাজ্যগুলি থেকে সপ্তাহে একটি করে উড়ান শহরে আসতে পারে বলে রাজ্য সরকার স্পষ্ট দিয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে মোট ৬ টি শহর থেকে কলকাতায় উড়ান আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এয়ারপোর্ট অথরিটির তরফে সে কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে পাসের হারে ঐতিহাসিক দৃষ্টান্ত, সর্বকালীন সেরা রেকর্ডে ২০২০

অপরদিকে, রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। শুক্রবার পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১ হাজার ৮৯৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ১১ জন। এর মধ্যে একদিনে আরও ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
 

  করোনা আক্রান্ত আরও ১৯ ব্য়াঙ্ক কর্মী, ট্রেনিং সেন্টারকে কোয়ারেন্টিন কেন্দ্র করার প্রস্তাব

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!