ফি নিয়ে ফের বিক্ষোভ কালিকাপুরে, প্রতিবাদে সামিল ক্যালকাটা পাবলিক স্কুলের অভিভাবকরা

  •  ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ  ক্যালকাটা পাবলিক স্কুলের অভিভাবকদের 
  • অভিভাবকদের দাবি, এই পরিস্থিতিতে তাঁরা স্কুল বাড়তি ফি দেবেন না
  • করোনা পরিস্থিতিতে বেতন কাটছে অনেকের, অনেকেই আবার কর্মহীন 
  • সেশন চার্জ প্রত্যাহারের দাবিতে তাই তাঁরা কালিকাপুরে বিক্ষোভ করেন

 
 

Ritam Talukder | Published : Jun 22, 2020 1:24 PM IST

শহর কলকাতায় একাধিক স্কুলের সামনে দেখা গেছে ফি বৃদ্ধির  কারণে অভিভাবকদের বিক্ষোভ দেখা গিয়েছে। আর এবার সেশন চার্জ প্রত্যাহারের দাবিতে ক্যালকাটা পাবলিক স্কুলের অভিভাবকারাও। সোমবার কালিকাপুর এর সামনে ক্যালকাটা পাবলিক স্কুলের অভিভাবকাদের  বিক্ষোভ দেখা যায়। দীর্ঘদিন ধরে তারা এ বিক্ষোভ করছেন ।আর বিক্ষোভের কারণ হল অতিরিক্ত মাত্রায় ফি বৃদ্ধি। 

প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই অভিভাবকদের দাবি তারা স্কুলের বাড়তি ফি দেবে না। আর এই পরিস্থিতিতে তাঁরা সেশন চার্জ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছেন।   এবং তাঁরা চাইছেন অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলুক। একটা বোঝাপড়ার মধ্যে আসতে চাইছেন। 


প্রসঙ্গত, বছরের শুরুতে ফি বৃদ্ধির অভিযোগ দিয়ে পথে নেমছিল সাউথ পয়েন্ট স্কুল। আর তারপর করোনা পরিস্থিতিতে  ইতিমধ্য়েই ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদের পথে নেমেছে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল, জিডি বিড়লা, তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল,অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির, অশোক হাই সেকেন্ডারি স্কুলের অভিভাবকরাও।  
 

 

একদিনে রাজ্য়ে করোনায় সংক্রামিত ৪১৪,মারা গিয়েছেন ১৫ জন

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!