বাজেট কাটে থিম পুজো থেকে সাবেকিয়ানায়, করোনা বধে আসছেন দুর্গতিনাশিনী

Published : Jul 12, 2020, 04:44 PM ISTUpdated : Jul 12, 2020, 05:00 PM IST
বাজেট কাটে থিম পুজো থেকে সাবেকিয়ানায়, করোনা বধে আসছেন দুর্গতিনাশিনী

সংক্ষিপ্ত

  করোনার কামড় এবারের দুর্গাপুজোর বাজেটেও   কলেজ স্কোয়ার বাজেটের  ৯০ শতাংশ ছাঁটতে চলেছেন     করোনার জেরে পরোক্ষভাবে বাদ পড়ছে বিজ্ঞাপণও   এবার ৯৯ শতাংশ উদ্যোক্তাই ফিরে যাবেন সাবেক পুজোয় 

করোনার কামড় এবারের দুর্গাপুজোর বাজেটেও। কারণ শহরে একাধিক নাম করা পুজো কমিটিগুলি করোনা সঙ্কটে শহরের পাশে সাহায্য়ের হাত রেখেছে। অনেকেই তাদের ফান্ড বা নিজেদের সঞ্চয় তুলে শহরের একাধিক এলাকায় ত্রাণ পৌছে দিয়েছে। এমন পরিস্থিতিতে চলতি বছরে  দুর্গাপুজোর  বাজেট ছেটে ফেলেছেন পুজাকর্তারা। তবে পুজো হচ্ছেই। যাবতীয় অশুভ শক্তি নিধনে  মর্তে আসছেন সর্ব শক্তিমান দেবী দুর্গা। এমনটাই মত উদ্য়োক্তাদের। 

আরও পড়ুন, অমিতাভের আরোগ্য় কামনায় সারা কলকাতা, রবিবার পুজো ও যজ্ঞ হল শ্য়ামবাজারের শিবমন্দিরে


করোনার জেরে প্রায় ৯৯ শতাংশ উদ্যোক্তাই ঠিক করে রেখেছেন, খরচ বাঁচাতে থিম ছেড়ে ফিরে যাবেন সাবেক পুজোয়। স্বাভাবিকভাবে পুজোতে এবছর বাইরে বেরোবেন কজন, তা পুরোটাই নির্ভর করছে আগামী করোনা পরিস্থিতি উপরে। এদিকে যদি লোক না বেরোয়, তা হলে বিজ্ঞাপণ মিলবে না। তার মানেই বাজেটেও ছাঁট পড়বেই। জানা গিয়েছে, চলতি বছরে  দুর্গাপুজোর  বাজেটে একডালিয়া এভারগ্রীন ৫০ শতাংশ ছাঁটতে চলেছেন। চেতলা অগ্রনী ৮০ শতাংশ ছাঁটতে চলেছেন। বালিগঞ্জ কালচারাল ৬০ শতাংশ ছাঁটতে চলেছেন। ত্রিধারা সম্মেলনী ৭০ শতাংশ ছাঁটতে চলেছেন। তবে শ্রীভুমি স্পোর্টিং এবং যোধপুর পার্ক সার্বজনীন  পূজা বাজেট নিয়ে মিটিং হয়নি। নাকতলা উদয়ন সংঘ ৫০ শতাংশ ছাঁটতে চলেছেন । পঁচানব্বই পল্লী ৭৫ শতাংশ ছেঁটেছেন।  কলেজ স্কোয়ার  ৯০ শতাংশ ছাঁটতে চলেছেন। তবে শুধু কলকাতার নামী পুজা নয়, শহরের কমবেশি সব পুজোকমিটিই  তাদের বাজেটে অনেকাংশেই ছেঁটে ফেলেছেন। 

 আরও পড়ুন, দিনে ১ লক্ষ করোনা পরীক্ষা করতে কলকাতায় আসছে 'কোবাস ৬৮০০', উদ্য়োগে রাজ্য সরকার

 অপরদিকে, পুজো উদ্যোক্তা তথা একডালিয়া এভারগ্রিনের প্রধান, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যদিও বললেন, 'থিমের পুজোর টাকা তুলতে এবার সমস্য়ায় পড়তে হবে। কিন্তু আমাদের চিন্তা নেই। সাবেক পুজো ছেড়ে আমরা কোনও দিনও ওই ভাবে টাকা খরচ করিনি।' ত্রিধারা সম্মেলনীর ক্লাব কর্তা দেবাশিষ কুমার জানিয়েছেন 'পরিস্থিতির ওপর সব নির্ভর। মা যদি ঘট পূজা চান, তবে তাই হবে'। এমনকী অনেকেরই ধারণা, একডালিয়াতেও এবছর মূর্তি ছোট হওয়ারও সম্ভাবনা রয়েছে। কলকাতার পূজার অন্যতম আকর্ষণ শ্রীভুমি স্পোর্টিং এবছর ও নিয়ম মেনে পয়লা বৈশাখে মূর্তি তৈরীর জন্য বায়নার টাকা পাঠিয়েছেন কুমারটুলিতে। তবে ওই অবধিই। ' পূজা হবে-এটুকুই। এখন আমরা ত্রাণ নিয়ে ব্যস্ত,' বলছেন ক্লাবকর্তা সুজিত বসু।

 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে