রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্য়াও। সংক্রমণের গড়ও ১০০০ ছুঁতে চলেছে। তাই করোনা রুখতে এবার রাজ্য়ের কনটেইনমেন্ট জোনগুলোতে ফের কড়া লকডাউন ঘোষণা করেছে নবান্ন। ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে এই নির্দেশিকা জারি হবে রাজ্য়ে।
আরও পড়ুন, কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমল, সমস্যায় পড়লে ১০০ ডায়ালের অনুরোধ সিপির
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮২৩৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণে এই অবধি ৮২৭ জনের মৃত্যু হয়েছে ৷এই পরিস্থিতিতে রাশ টানতে ফের লকডাউনের পথে হাঁটছে রাজ্য। সাতদিনের মেয়াদে চার জেলায় আরেক দফা লকডাউন কার্যকর হবে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে। প্রশাসনের যুক্তি অনুযায়ী, করোনা সংক্রমিত এলাকা 'এ' জোন এবং বাফার জোন অর্থাৎ 'বি' জোনকে নিয়ে এই লকডাউন। রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
আরও পড়ুন, নিম্নচাপের জের, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস
রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, এবার মাস্ক না পড়লে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার সন্ধাতেই জেলায় জেলায় কন্টেইনমেন্ট জোনে লকডাউন গাইডলাইন দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখতে হবে এসব এলাকায়। জরুরি নয় এমন পরিষেবা বন্ধ থাকবে কনটেইনমেন্ট জোনে। যে কোনও ধরনের জমায়েতেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইসব এলাকায় ঢোকা বেরোনোয় কড়া নিয়ন্ত্রণ থাকবে। প্রতিটি জোনের বাইরে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। কন্টেনমেন্ট জোনের লোকজন যাতে বাইরে বেরোতে না পারেন সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জরুরী পণ্য বাড়িতে পাঠানো হবে। এইসব এলাকার মানুষের অফিসে হাজিরা বাধ্যতামূলক নয়। কন্টেইনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
করোনায় আক্রান্ত বিধাননগরের ডিসি ট্রাফিক, উপসর্গ না থাকায় সপরিবার হোম কোয়ারেন্টাইনে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব