৬৯৪ নম্বর পেয়ে প্রথম পূর্ব বর্ধমানের অরিত্র, দেখে নিন মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

  • দীর্ঘ প্রতীক্ষার পরে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল
  • মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে  ৮৪ জন
  • ৬৯৪ নম্বর পেয়ে  রাজ্যে প্রথম হয়েছে অরিত্র পাল
  • মাধ্যমিকে এবার দ্বিতীয় স্থানে রয়েছে দু'জন

Asianet News Bangla | Published : Jul 15, 2020 8:48 AM IST / Updated: Jul 15 2020, 02:22 PM IST

দীর্ঘ প্রতীক্ষার পরে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল।  এইবছরের মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে  ৮৪ জন। তবে কলকাতার একজনও নেই সেই তালিকায়।  জেলার জয়ই হয়েছে এবছরের মাধ্যমিকে। একনজরে দেখে নিন মাধ্যমিকের সম্পূর্ণ মেধা তালিকা।

আরও পড়ুন-সেনার ডাক্তার হওয়া লক্ষ্য, মায়ের কাছেই পড়াশোনা - কী জানালো মাধ্যমিকে প্রথম অরিত্র পাল...

আরও পড়ুন-৮৪টি নামের মেধা তালিকায় নেই কেন কলকাতার একজনও, কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ...


মাধ্যমিকে প্রথম স্থান অরিত্র পাল- পূর্ব বর্ধমান- মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন- প্রাপ্ত নম্বর -৬৯৪ (৯৯.১৪%)।


মাধ্যমিকে এবার দ্বিতীয় স্থানে রয়েছে দু'জন,

সায়ন্তন গড়াই- বাঁকুড়া- ওল্ডা হাই স্কুল- প্রাপ্ত নম্বর -৬৯৩।
অভীক দাস- পূর্ব বর্ধমান- কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশ-  প্রাপ্ত নম্বর -৬৯৩।


তৃতীয় স্থান রয়েছে তিনজন,

সৌম্য পাঠক- বাঁকুড়া- কেন্দুয়াদিহি হাই স্কুল- প্রাপ্ত নম্বর- ৬৯০।
দেবস্মিতা মহাপাত্র- পূর্ব মেদিনীপুর- ভবানীচক হাই স্কুল-প্রাপ্ত নম্বর- ৬৯০।
 অরিত্র মাইতি- উত্তর ২৪ পরগণা- রহড়া রামকৃষ্ণ মিশন- প্রাপ্ত নম্বর-৬৯০।

 

মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছে অগ্নিভ সাহা- বীরভূম- বীরভূম জেলা হাই স্কুল- প্রাপ্ত নম্বর- ৬৮৯।

 

পঞ্চম স্থানে রয়েছে চারজন,

 

ষষ্ঠ স্থানে রয়েছে ১২ জন,


 সপ্তম স্থানে যারা রয়েছে আরও অনেকে,

 

Share this article
click me!