২০২১ এর মাধ্য়মিক শুরু কবে থেকে, উত্তর অজানা পর্ষদ সভাপতির

Published : Jul 15, 2020, 02:04 PM IST
২০২১ এর মাধ্য়মিক শুরু কবে থেকে,  উত্তর অজানা পর্ষদ সভাপতির

সংক্ষিপ্ত

  বুধবার সকালে প্রকাশিত হল মাধ্যমিকের ফল  আগামী বছর মাধ্যমিক পরীক্ষা সূচি দেওয়া হল না  'করোনা পরিস্থিতি কাটলেই পরীক্ষা কবে হবে দেখা যাবে'  এমনটাই জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় 

বুধবার সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও। সাধারণত মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা করা হয় এবং  পরীক্ষার সূচি দেওয়া হয় ৷ তবে এবার আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার দিন ঘোষণা করলেন না পর্ষদ সভাপতি।  

আরও পড়ুন, রেজাল্ট খারাপের ভয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, শোকের ছায়া রাজাবাজারে

 সাধারণত মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা করা হয়ে থাকে এবং পরীক্ষার সূচি দেওয়া হয় ৷ গত দুই বছর ফলপ্রকাশের দিন সূচি দেওয়া না হলেও ১৫ থেকে ২০ দিনের মধ্যে তা দিয়ে দেওয়া হয় ৷ তবে এবছর তার ব্যতিক্রম রয়ে গেল ৷ আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার দিন ঘোষণা করলেন না পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  বুধবার আগামী বছরের পরীক্ষার দিন জিজ্ঞাসা করা হলে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি যা আগে সেটা কাটুক তারপর পরীক্ষা কবে হবে দেখা যাবে৷  

আরও পড়ুন, মাধ্যমিকে পাসের হারে ফের রেকর্ড, গতবারের পাসের হারকেও পিছনে ফেলল ২০২০

অপরদিকে,  প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে ৷ কিন্তু দেশে করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কী আগামী বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না পিছিয়ে দেওয়া হবে। সেই প্রশ্নই এখন সকলের মনে ৷ করোনার জেরে এতদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমানো হবে কিনা সে বিষয়েও আলোচনা চলছে ৷ কম সিলেবাসে মাধ্যমিক হবে না পুরনো সিলেবাসেই পরীক্ষা ৷ সেই নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে ৷ তবে এই বিষয়ে শিক্ষাবিদদেরও মতামত নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ