রেজাল্ট খারাপের ভয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, শোকের ছায়া রাজাবাজারে

Published : Jul 15, 2020, 12:47 PM ISTUpdated : Jul 15, 2020, 12:55 PM IST
রেজাল্ট খারাপের ভয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, শোকের ছায়া রাজাবাজারে

সংক্ষিপ্ত

মাধ্য়মিকে খারাপ ফলের ভয়ে আত্মঘাতী হল পরীক্ষার্থী   বছর সতেরোর জিতেন্দ্র গুপ্তা রাজাবাজারের বাসিন্দা   রাজাবাগান থানার পুলিশ খবর পেয়ে তার দেহ উদ্ধার করে  ময়নাতদন্তে বাড়ির মধ্যে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে 

মাধ্য়মিকে খারাপ ফলের ভয়ে আত্মঘাতী হল পরীক্ষার্থী। জানা গিয়েছে, ফলপ্রকাশের ঘোষণা শোনার পর সে থেকেই আতঙ্কিত হয়ে পড়ে। আর এরপরেই  রাজাবাগান থানা এলাকার জিতেন্দ্র গুপ্তা নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী  গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন, মাধ্যমিকে পাসের হারে ফের রেকর্ড, গতবারের পাসের হারকেও পিছনে ফেলল ২০২০

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাজাবাগান থানা এলাকার মিঠা তালাওয়ে ঘটনাটি ঘটে। বছর ১৭ এর জিতেন্দ্র গুপ্তা  এই বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই ভয়ে ভয়ে থাকত। সে যেন নিশ্চিতই ছিল, তার পরীক্ষার ফল ভাল হবে না। রেজাল্টের দিন যত এগিয়ে আসে, এই ভয় তাকে তত গ্রাস করতে থাকে। মঙ্গলবার বাথরুমে একটি রড থেকে গলায় ওড়নার ফাঁস দিয়ে তাকে ঝুলতে দেখা যায়। রাজাবাগান থানার পুলিশ খবর পেয়ে তার দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে বাড়ির মধ্যে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতেই সে ভয়ের কথা লিখে গিয়েছে। পুরো ঘটনাটিই খতিয়ে দেখতে তদন্ত নেমেছে পুলিশ। 

আরও পড়ুন, আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন যাবতীয় এসএমএস -ওয়েবসাইটের ঠিকানা

তবে আচমকা ছেলের এমন আত্মহত্য়ার ঘটনায় কথা হারিয়েছে পরিবার। কীভাবে কঠিন বাস্তব মেনে নেবেন, তা যেন বুঝতেই পারছেন না ছাত্রের পরিজনেরা মত মনোবিদদের।  চাপ সহ্য করতে না পেরেই হয়তো এমন সিদ্ধান্ত নিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী , নাকি এর পিছনে অন্য় কোনও কারণ লুকিয়ে আছে, তা জানতে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি