দীর্ঘ প্রতীক্ষার পরে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এইবছরের মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৮৪ জন। তবে কলকাতার একজনও নেই সেই তালিকায়। জেলার জয়ই হয়েছে এবছরের মাধ্যমিকে। একনজরে দেখে নিন মাধ্যমিকের সম্পূর্ণ মেধা তালিকা।
আরও পড়ুন-সেনার ডাক্তার হওয়া লক্ষ্য, মায়ের কাছেই পড়াশোনা - কী জানালো মাধ্যমিকে প্রথম অরিত্র পাল...
Subscribe to get breaking news alertsSubscribe আরও পড়ুন-৮৪টি নামের মেধা তালিকায় নেই কেন কলকাতার একজনও, কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ...
মাধ্যমিকে প্রথম স্থান অরিত্র পাল - পূর্ব বর্ধমান- মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন- প্রাপ্ত নম্বর -৬৯৪ (৯৯.১৪%)।
মাধ্যমিকে এবার দ্বিতীয় স্থানে রয়েছে দু'জন,
সায়ন্তন গড়াই- বাঁকুড়া- ওল্ডা হাই স্কুল- প্রাপ্ত নম্বর -৬৯৩। অভীক দাস- পূর্ব বর্ধমান- কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশ- প্রাপ্ত নম্বর -৬৯৩।
তৃতীয় স্থান রয়েছে তিনজন,
সৌম্য পাঠক- বাঁকুড়া- কেন্দুয়াদিহি হাই স্কুল- প্রাপ্ত নম্বর- ৬৯০। দেবস্মিতা মহাপাত্র- পূর্ব মেদিনীপুর- ভবানীচক হাই স্কুল-প্রাপ্ত নম্বর- ৬৯০। অরিত্র মাইতি- উত্তর ২৪ পরগণা- রহড়া রামকৃষ্ণ মিশন- প্রাপ্ত নম্বর-৬৯০।
মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছে অগ্নিভ সাহা - বীরভূম- বীরভূম জেলা হাই স্কুল- প্রাপ্ত নম্বর- ৬৮৯।
পঞ্চম স্থানে রয়েছে চারজন,
অঙ্কিত সরকার- দক্ষিণ দিনাজপুর- বংশীহারী হাইস্কুল- প্রাপ্ত নম্বর- ৬৮৮। স্বস্তিক সরকার- বর্ধমান- বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল- প্রাপ্ত নম্বর- ৬৮৮। রশ্মিতা সিংহ মহাপাত্র-বিক্রমপুর আর ডি হাইস্কুল-প্রাপ্ত নম্বর- ৬৮৮। বিভাবসু মণ্ডল- গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন-প্রাপ্ত নম্বর- ৬৮৮।
ষষ্ঠ স্থানে রয়েছে ১২ জন,
রিঙ্কিনী ঘটক- শিলিগুড়ি গার্লস হাইস্কুল (দার্জিলিং)- প্রাপ্ত নম্বর- ৬৮৭৷ সুনরিত সিংহ- রায়গঞ্জ করোনেশন হাইস্কুল (উত্তর দিনাজপুর)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। অর্চিষ্মান সাহা- বীরভূম জেলা স্কুল (বীরভূম)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। রাজিবুল ইসলাম- বীরভূম জেলা স্কুল (বীরভূম)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। প্রিন্স কুমার সিংহ- পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। অরিজিৎ প্রহরাজ- দক্ষিণচক হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। সপ্তর্ষি জানা- জ্ঞানদীপ বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। অস্মি চৌধুরী- অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুল (উত্তর ২৪ পরগনা)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। সৌহার্দ্য পাত্র- খড়িয়া ময়নাপুর হাইস্কুল (হাওড়া)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। সৌনক বিশ্বাস- বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল (বাঁকুড়া)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। সৃজন সাহা-বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। সোহম দাস- চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (হুগলি)- প্রাপ্ত নম্বর- ৬৮৭। সপ্তম স্থানে যারা রয়েছে আরও অনেকে,
সাগ্নিক মিশ্র- কেন্দুয়াডিহি হাইস্কুল (বাঁকুড়া)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ শৌভিক সরকার- বর্ধমান সিএমএস হাইস্কুল (পূর্ব বর্ধমান)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ সুহা ঘোষ- চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির (হুগলি)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ দিব্যকান্তি ঘড়ুই- গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন (হুগলি)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ সম্প্রীতি কুণ্ডু- বদনগঞ্জ শ্রী শ্রী সারদামণি গার্লস হাইস্কুল (হুগলি)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ রিচিক সামন্ত- ব্যবতারহাট আদর্শ হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ পিয়াস প্রামাণিক- কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ দেবাক্ষ সিদ্ধান্ত- কান্দি রাজ হাইস্কুল (মুর্শিদাবাদ)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ সাহিত্য মণ্ডল- সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ সৈয়দ মহম্মদ তামিম- বেণুপালচক হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)-প্রাপ্ত নম্বর- ৬৮৬ ৷ অরিত্র মাজি- বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল (বাঁকুড়া)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ অনুষ্টুপ দাস দক্ষিণচক হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ করণ দত্ত-মন্দিরনাথ হাইস্কুল (কোচবিহার)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ ঋতম বর্মন- গোপালনগর এমএসএস হাইস্কুল (কোচবিহার)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ সোহম তামাং- মালদহ জেলা স্কুল (মালদহ)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ শুভদীপ চন্দ্র- রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন (বীরভূম)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷ অরণি চট্টোপাধ্যায়- বীরভূম জেলা স্কুল (বীরভূম)-প্রাপ্ত নম্বর- ৬৮৬৷