কলকাতা টেলিফোন ভবনে মেধা পাটকরকে প্রবেশ করতে দেওয়া হল না। ৫ দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে কয়েকশো কর্মী।
কলকাতা টেলিফোন ভবনে প্রবেশ করতে দেওয়া হল না মেধা পাটকর সহ প্রতিনিধি দলকে । ৫ দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে কয়েকশো কর্মী। সিজিএম এদিন ডেপুটেশন নিতে অস্বীকার করেন।প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ এবং ডেপুটেশন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান মেধা।
আরও পড়ুন, দ্রুতই উপনির্বাচনের তারিখ ঘোষণা, রাজ্যের করোনা রিপোর্টে সন্তুষ্ট নির্বাচন কমিশন
বুধবার ভিএসএনএল বাঁচাও কমিটি-র উদ্য়োগে মেধা পাটকরের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল কলকাতা টেলিফোন ভবনের সিজিএম-র সঙ্গে দেখা করতে যান। কমিটির এদিন ছাঁটাই হয়ে যাওয়া ভিএসএনএল কর্মীদের পুনর্বহালের জন্য ডেপুটেশন দেবার কথা ছিল । কিন্তু কলকাতা টেলিফোন ভবনের তরফে সিজিএম তা নিতে অস্বীকার করেন। এদিন ভারতের বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্ট মেধা পটকরও সেখানে এসেছেন। কিন্তু তাঁকে কলকাতা টেলিফোন ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। গেট বন্ধ রাখা হয়েছিল । কলকাতা টেলিফোন ভবনের সামনে মেধা পটকরের নের্তৃত্বে অবস্থান বিক্ষোভে বসেছেন কর্মীরা।মেধা পটকর বলেছেন, কর্তৃপক্ষের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ এবং ডেপুটেশন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। দাবি পূরণ না হলে তারা বৃহত্তর সংগ্রামে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। জানানো হয়েছে, বিভিন্ন গণ সংগঠনের নের্তৃত্বকে সঙ্গে নিয়ে ভিএসএনএল ইস্যু, চা বাগানের শ্রমিকদের সমস্যা সহ একাধিক বিষয়ে প্রেস ক্লাবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করবেন মেধা পাটকর।
আরও পড়ুন, 'কোভিডে মৃত্যু হয়নি', সন্তানকে হারানোর ১৩ মাস পর জানতে পারল পরিবার
ভিএসএনএল বাঁচাও পাবলিক কমিটির কনভেনর অনিন্দ রায় চৌধুরী জানিয়েছেন, আমরা ৫ দফায় দাবি জানিয়েছি। তার মধ্যে অন্যতম, SLA সিস্টেমে ৪ হাজার ৬০০ কর্মীদের বাতিল করা হয়েছে। আমাদের দাবি জেসিএল বকেয়া বেতন এবং ইএসআই সহ ফেরানো হোক। পাশাপাশি যারা মারা গিয়েছেন এবং যাদের অবসরের বয়েস হয়েছে তাঁদের বিষয়টিও ওই ৫ দফায় তোলা হয়েছে। এদিন কোভিড পরিস্থিতি এই বিক্ষোভ চলছে বলে মহামারি আইন যাতে কোনও ভাবেই লঙ্ঘন না হয়, সেজন্য ইতিমধ্যেই সেখানে কলকাতা পুলিশের বড় কর্তারা চলে এসেছেন।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস