রাজ্যজুড়ে শনিবার লকডাউন ছিল। জরুরী পরিষেবা ছাড়া কেউ তেমন বাইরে বেরোয়নি। অকারণে বাইরে বেরোলেও পুলিশের হাতে শাস্তি পেতে হয়েছে। যার জেরে রাস্তাঘাট ছিল শুনশান। আর সেই লকডাউনের দিনেই অঘটন। নোয়াপাড়া থানা এলাকায় উদ্ধার হল ছিন্ন-ভিন্ন দেহের অংশ।
আরও পড়ুন, কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
নোয়াপাড়া থানার অন্তর্গত পলতা এলাকায় এই নৃশংস খুনের খবর পাওয়া গিয়েছে। পুলিশি সূত্রের খবর, ঘোষপাড়া রোডের ধারে এয়ারফোর্সের পাঁচিলের গায়ে একটি মুন্ডু এবং হাত-পা কাটা দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অধিকাংশ সময় এই এলাকা প্রায় নির্জন থাকে। তার উপর শনিবার লকডাউন হওয়ায় পুরো এলাকা ফাঁকা ছিল। কীকরে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন, রবিবার কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের জেরে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা
উল্লেখ্য, সম্প্রতি বিমানবন্দর থানা এলাকাতেও নৃশংস খুনের ঘটনা ঘটে। ইট দিয়ে মাথা থেঁতলে দিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের চোখে পড়ায় খবর পৌছয় পুলিশ। জলযান নামিয়ে উদ্ধার করা হয় সেই দেহ। উল্লেখ্য, সেই সময় স্থানীয়দের কথায় একুশের নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে। তাঁদের মতে,ভোটের আগেই শহরে ফের বাড়ছে নৃশংস খুনের ঘটনা।
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের