পয়লা বৈশাখে পেট্রোল-ডিজেলের কি দাম কলকাতায়, ঘুরতে বেরোনোর আগে জানুন জ্বালানীর দর

পয়লা বৈশাখের দিনে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। একেই শুক্রবার, তার উপর নববর্ষ। স্বাভাবিকভাবেই দিন চুটিয়ে উপভোগ করতে বাঙালি আজ গাড়ির ধুলো ঝেড়ে ঘুরতে বেরোবে। তবে এদিন বেরোনোর আগে অবশ্য পেট্রোল-ডিজেলের দাম জেনে নিন।

পয়লা বৈশাখের দিনে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। একেই শুক্রবার, তার উপর নববর্ষ। স্বাভাবিকভাবেই দিন চুটিয়ে উপভোগ করতে বাঙালি আজ গাড়ির ধুলো ঝেড়ে ঘুরতে বেরোবে। তবে এদিন বেরোনোর আগে অবশ্য পেট্রোল-ডিজেলের দাম জেনে নিন। উল্লেখ্য, কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। গত সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ২২ মার্চের পর প্রায় ১০ টাকা ২০ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি পেয়েছে।  প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। তবে নতুন করে লাফিয়ে বাড়ার পর নববর্ষেও পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যবৃদ্ধির পর যদিও ইতিমধ্যেই কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৫ টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি   প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম  ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে। উল্লেখ্য, দাম এদিন অপরিবর্তিত থাকলেও, এই দামে জ্বালানী কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তব েপেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক।এই আলোচনা ইতিবাচক হলে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমবে।

Latest Videos

আরও পড়ুন, 'আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব', হাঁসখালিকাণ্ডে সিবিআই-র কাছে এল ভয়াবহ তথ্য

 আরও পড়ুন, 'বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের মৃতদেহ তুলে পোড়ানো হয়েছে', হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক দাবি পরিবারের

গতবছর শেষের দিকে আকাশ ছোঁয়া জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। তখন দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু বাইশ সালে দাঁড়িয়ে নির্বাচন মিটতেই ফের দেশের জ্বালানীর দামে আগুন লেগেছে।  অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। এই যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়।এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ে।যদিও দেশের  ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এবং সেটাই শেষ অবধি হয়েছে। জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বাম- তৃণমূল-কংগ্রেস-সহ অবিজেপি সংগঠন।

আরও পড়ুন, 'উত্তরপ্রদেশের ঘটনাই পুনরাবৃত্ত হচ্ছে পশ্চিমবঙ্গে', হাঁসখালি ধর্ষণকাণ্ডে সরব রুদ্র-শ্রীলেখারা

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee