ফের করোনায় আক্রান্ত হলেন শহরের এক ব্য়াঙ্ক অফিসার। কলকাতার পঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্কের ব্রেবোর্ন রোড শাখার এক অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর পরিবারেরও লালারস করোনা টেস্ট করতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, করোনা আবহে সিবিএসই বোর্ডের সব পরীক্ষা স্থগিত, সিদ্ধান্ত জানাল কেন্দ্র
জানা গিয়েছে, মাঝে কলকাতায় বৃষ্টির মধ্য়ে ভিজেছিলেন বছর আঠাশের পিএনবি-র ওই অফিসার। এরপরে তাঁর জ্বর এসে যায়। তবে জ্বরের কারণ বলতে ওই অফিসারের পরিবার বৃষ্টিকেই ধরে নেয়। এরপর যখন জ্বরের সঙ্গে গলায় খুশখুশে কাশি শুরু হয়, তা পরেই সন্দেহ হয়। পিএনবি-র ওই অফিসারের লালারস পাঠানো হয় টেস্ট করাতে। এরপরেই তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে। পিয়ারলেসে হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর পরিবারেরও লালারস টেস্ট করতে পাঠানো হয়েছে। শুক্রবারের মধ্য়ে তাঁদের রিপোর্ট আসার কথা বলে খবর। এবং যে শাখায় উনি কাজ করতেন, সেখানে কার কার সংস্পর্শে এসেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্য়ে অনেককেই ইতিমধ্য়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, স্কুল বন্ধেও ফি চেয়ে পাঠানোয় প্রতিবাদ, ক্ষোভ উগরে দিলেন নিউটাউন ডিপিএস-র অভিভাবকরা
প্রসঙ্গত, কিছুদিন আগে করোনার নিশানায় ছিল সেই ব্য়াঙ্ক। আক্রান্ত হয়েছিলেন সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ভবনের এসবিআই আধিকারিক। চ্য়াটার্জী ইন্টারন্য়াশনাল বিল্ডিং-এর কাছে শ্রীবৃদ্ধি ভবনে কর্মরত ওই আধিকারিকের তেমন কোনও উপসর্গ ছিল না। শুধু হালকা জ্বর এসেছিল। উপসর্গ বিহীন হওয়ায় তাঁকে এই মুহূর্তে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। পাশপাশি সমৃদ্ধি ভবনে করোনা আক্রান্ত হয়েছিলেন এলসিপিসি-র মুখ্য় আধিকারিক। তখন করোনা সংক্রমণ রুখতে তখন বন্ধ করে দেওয়া হয়েছিল এসবিআই কলকাতার সদর দফতরের সমৃদ্ধি ভবনের একাংশ। তিনিও কলকাতা তপসিয়ার বাসিন্দা ব্যাঙ্কের এই শীর্ষ আধিকারিক সম্প্রতি বদলি হয়ে কলকাতায় আসেন। যার দরুন সাবধান কর্তৃপক্ষ। এরপর পুরোপুরি অফিস চত্ত্বরজুড়ে স্য়ানিটাইজাশেন করা হয়।
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি