করোনা নেগেটিভ আসতেই অসুস্থতা নিয়ে বাড়ি, দ্বিতীয়বার পজিটিভের পর মৃত্যু সাব ইন্সপেক্টরের

Published : Jul 08, 2020, 10:30 AM ISTUpdated : Jul 08, 2020, 12:15 PM IST
করোনা নেগেটিভ আসতেই অসুস্থতা নিয়ে বাড়ি, দ্বিতীয়বার পজিটিভের পর মৃত্যু সাব ইন্সপেক্টরের

সংক্ষিপ্ত

প্রথমে জ্বর নিয়ে এসআই একটি হাসপাতালে ভর্তি হন  সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে  এরপর তিনি নিজেই হাসপাতাল থেকে চলে আসেন  এদিক অসুস্থতা পুরোপুরি না কাটায় তার মৃত্যু হয় 

সন্দীপ মজুমদার, হাওড়া:  রাজ্যে ফের করোনাতে পুলিশকর্মীর মৃত্যু। বছর ছেচল্লিশের গৌতম পট্টনায়ক নামের চ্যাটার্জিহাট থানার ওই সাব ইন্সপেক্টর  কলকাতার সিএমআরআই হাসপাতালে মারা যান। উল্লেখ্য, হাওড়া কমিশনারেট এলাকায় ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।

আরও পড়ুন, আকাশ মেঘলা-বাড়ছে আদ্রতা, বুধবার থেকে ফের বৃষ্টি রাজ্যের পার্বত্য এলাকায়

সূত্রের খবর,  হাওড়া পুলিশ কমিশনারেটে এই প্রথম কোনও পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। প্রথমে তিনি শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি নিজেই হাসপাতাল থেকে চলে আসেন। এদিকে পুরোপুরি অসুস্থতা না কাটায় এবং তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার সিএমআরআই-তে ভর্তি করা হয়। এখানে আবার টেস্ট করলে রিপোর্ট আসে করোনা পজিটিভ। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, হাওড়া কমিশনারেট এলাকায় ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।

আরও পড়ুন, 'অসংলগ্ন কথা বলা'ও করোনার লক্ষণ, নতুন ৬ উপসর্গের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক


অপরদিকে মঙ্গলবারই রাজ্যে সব রেকর্ড ভেঙে একদিনে মৃতের সংখ্যা সর্বাধিক হয়েছে৷ মৃত্যু হয়েছে ২৫ জনের৷ এর ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৪৷ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাটা ৮৫০ জন। যাবতীয় দেখে রাজ্যে সব কন্টেনমেন্ট জোনে ফের লকডাউন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

করোনায় আক্রান্ত বিধাননগরের ডিসি ট্রাফিক, উপসর্গ না থাকায় সপরিবার হোম কোয়ারেন্টাইনে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের