করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য ভবনের তরফে চূড়ান্ত সতর্কতা

Published : Apr 18, 2020, 10:23 AM ISTUpdated : Apr 18, 2020, 10:24 AM IST
করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য ভবনের তরফে চূড়ান্ত সতর্কতা

সংক্ষিপ্ত

  করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার শীর্ষ আধিকারিক   এসএসকেএম-এর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ   বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ অফিসার  চূড়ান্ত সতর্কতা নেওয়া হয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে   

করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার এক শীর্ষ আধিকারিক।  করোনা সন্দেহে পর্যবেক্ষণেও ছিলেন ওই শীর্ষ আধিকারিক। তাঁর লালারস  পরীক্ষার জন্য় পাঠানো হয়।  স্বাস্থ্যভবন সূত্রে খবর, তাঁর নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়। 

আরও পড়ুন, চিকিৎসা চলাকালীনই এক ব্যক্তির মৃত্যু টাটা মেডিক্যালে, কারণ খতিয়ে দেখতে রাজ্য়ের বিশেষজ্ঞ কমিটি

জানা গিয়েছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন  গার্ডেনরিচ থানার ওই শীর্ষ আধিকারিক। ১৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। এরপর  এসএসকেএমে পরীক্ষার জন্য পাঠানো হয় নমুনা। করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই  চূড়ান্ত সতর্ক হয় প্রশাসন। ইতিমধ্য়েই স্বাস্থ্য ভবনের তরফে নিরাপত্তার জন্য় পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করবে স্বাস্থ্য ভবন। 

আরও পড়ুন,মাকে শেষ দেখা হল না, জন্মদাত্রীর অন্তিমযাত্রায় কোয়রান্টিনে ছেলে
 
অপরদিকে,  ওই আধিকারিকের সংস্পর্শে আসা ব্য়ক্তিদেরও তালিকা বানানো হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রয়োজনে তাঁদেরও কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে। রাজ্য়ের থানা ঘিরে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য ভবন। উল্লেখ্য়, বড়তলার পর এবার করোনা আক্রান্ত হলেন গার্ডেনরিচ থানার এই শীর্ষ আধিকারিক।

 



  করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু ক্যানসার রোগীর,আতঙ্ক ছড়াল রাজারহাটের হাসপাতালে

এনআরএসে যুবকের মৃত্য়ুর জের, করোনা আক্রান্ত হলেন এবার এক নার্স

  ঝড়-বৃষ্টিতে ফুটপাতে রাত কাটছে স্বস্ত্রীক স্বাস্থ্যকর্মীর, সংক্রমণের ভয়ে তাড়িয়ে দিল বাড়িওয়ালা

 

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে