করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য ভবনের তরফে চূড়ান্ত সতর্কতা

 

  • করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার শীর্ষ আধিকারিক  
  • এসএসকেএম-এর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ 
  •  বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ অফিসার 
  • চূড়ান্ত সতর্কতা নেওয়া হয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে 
     

করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার এক শীর্ষ আধিকারিক।  করোনা সন্দেহে পর্যবেক্ষণেও ছিলেন ওই শীর্ষ আধিকারিক। তাঁর লালারস  পরীক্ষার জন্য় পাঠানো হয়।  স্বাস্থ্যভবন সূত্রে খবর, তাঁর নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়। 

আরও পড়ুন, চিকিৎসা চলাকালীনই এক ব্যক্তির মৃত্যু টাটা মেডিক্যালে, কারণ খতিয়ে দেখতে রাজ্য়ের বিশেষজ্ঞ কমিটি

Latest Videos

জানা গিয়েছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন  গার্ডেনরিচ থানার ওই শীর্ষ আধিকারিক। ১৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। এরপর  এসএসকেএমে পরীক্ষার জন্য পাঠানো হয় নমুনা। করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই  চূড়ান্ত সতর্ক হয় প্রশাসন। ইতিমধ্য়েই স্বাস্থ্য ভবনের তরফে নিরাপত্তার জন্য় পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করবে স্বাস্থ্য ভবন। 

আরও পড়ুন,মাকে শেষ দেখা হল না, জন্মদাত্রীর অন্তিমযাত্রায় কোয়রান্টিনে ছেলে
 
অপরদিকে,  ওই আধিকারিকের সংস্পর্শে আসা ব্য়ক্তিদেরও তালিকা বানানো হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রয়োজনে তাঁদেরও কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে। রাজ্য়ের থানা ঘিরে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য ভবন। উল্লেখ্য়, বড়তলার পর এবার করোনা আক্রান্ত হলেন গার্ডেনরিচ থানার এই শীর্ষ আধিকারিক।

 



  করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু ক্যানসার রোগীর,আতঙ্ক ছড়াল রাজারহাটের হাসপাতালে

এনআরএসে যুবকের মৃত্য়ুর জের, করোনা আক্রান্ত হলেন এবার এক নার্স

  ঝড়-বৃষ্টিতে ফুটপাতে রাত কাটছে স্বস্ত্রীক স্বাস্থ্যকর্মীর, সংক্রমণের ভয়ে তাড়িয়ে দিল বাড়িওয়ালা

 

Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News