'শীঘ্রই শহরে নামছে বেসরকারি বাস', কী বললেন সিন্ডিকেটের সাধারন সম্পাদক

 

  • দীর্ঘ লকডাউন শিথিল হতেই অধিকাংশ অফিস খুলে গেছে 
  • এদিকে চালু হয়নি বেসরকারি বাস, মেট্রো রেল এবং লোকাল ট্রেন 
  •  তাই  অসংখ্য় মানুষ রাস্তায় বেরিয়ে গন্তব্য়ে পৌছতে ভোগান্তিতে পড়ছেন 
  • তবে সিন্ডিকেটের সাধারন সম্পাদক, পরিষেবা দ্রুতই চালু হবে বলে জানিয়েছেন 
     

 
দীর্ঘ লকডাউন শিথিল হতে পয়লা জুনের পর অধিকাংশ অফিস খুলে গেছে। চারিদিকে যাত্রী গিজগিজ করছে। এদিকে ' যত সিট তত যাত্রী'-মুখ্য়মন্ত্রী স্বাস্থ্য় সুরক্ষা বিষয়ক এএ নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অফিস টাইমে বাস কম থাকায় অনেকসময় সেই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। এদিকে ট্য়াক্সি, অটো, ফেরি চালু হলেও চালু হয়নি বেসরকারি বাস, মেট্রো রেল এবং লোকাল ট্রেন। তাই প্রতিদিনের এত অসংখ্য় মানুষকে পরিষেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে প্রশাসনকেও। এদিকে ভাড়া ও অন্য়ান্য় দাবি পূরণ না হওয়ায় বেসরকারি বাস সংগঠন বাস চালাতে রাজি হয়নি। তবে বুধবার পশ্চিমবঙ্গ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারন সম্পাদক তপন বন্দ্য়োপাধ্যায়,মুখ্য়মন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলে মিটিং এর পর আশার বাণী শুনিয়েছেন।

আরও পড়ুন, অটো-ট্যাক্সিতেও এবার 'যত সিট তত যাত্রী', স্বাস্থ্য বিধি নিয়ে কড়াকড়ি

Latest Videos

পশ্চিমবঙ্গ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারন সম্পাদক তপন বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, 'মুখ্য়মন্ত্রীর সঙ্গে বুধবার সকালে আমার কথা হয়েছে। আমরা যে ৪ দাবি জানিয়েছি, সে ব্য়াপারে উনি খুব সহানুভূতিশীল।  রেগুলেটরি কমিটি, শ্রমিকদের স্বাস্থ্য়বিমা, গাড়িতে স্য়ানিটাইজার-স্টাফদের স্য়ানিটাইজার কিটস এবং অনগ্রসর শ্রমিকরা যে সুযোগ সুবিধা পায়, আমরাও যেনও তা পাই। তারপর উনি আমাদের জানিয়েছেন,  আগে গাড়ি গুলি পরিষেবা শুরু করতে। তারপর ধাপে ধাপে আমাদের দাবি গুলি নিয়ে আলোচনা করে উনি একটা জায়গায় আসবেন।'

আরও পড়ুন, নিয়ম ভেঙে বাড়তি যাত্রী নিয়ে বাস বেরল ঠাকুরপুকুরে, ভিডিও তুলতেই সাংবাদিক নিগ্রহ


অপরদিকে উনি আরও জানিয়েছেন, 'যাত্রী যেন স্বাস্থ্য়বিধি মেনে চলেন। এবং শ্রমিকদের সঙ্গে যেনও খারাপ ব্য়বহার না করেন। এবং গাড়িতে বাড়তি যাত্রী জোরাজোরি করে উঠলে সে ব্য়াপারে প্রশাসন আমাদের যেনও সাহায্য় করে।'

 

 

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today