বিবাদের জেরে খুন রিক্সাচালক। বাঘাযতীন ব্রিজে উদ্ধার হল এক রিকশাচালকের রক্তাক্ত দেহ৷ জানা গিয়েছে, দুই রিক্সা চালকের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল। সেই আক্রোশ থেকেই খুন। এলাকাবাসী খবর দেয় পাটুলি থানায়৷ পুলিশ এসে ওই দেহ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন৷
আরও পড়ুন, লকডাউনে বাইপাসে বেপয়োরা গাড়ি আটকাতে গিয়ে জখম এক পুলিশ কর্মী, লজ্জায় মুখ ঢাকল যুবতী
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পাটুলি বাইপাসের ধারে ঘুমোচ্ছিলো এক রিক্সা চালক। আর এক রিক্সা চালক তা দেখতে পেয়ে আক্রোশের জেরে ইঁট দিয়ে মাথায় মেরে থেঁতলে খুন করা হয়। স্থানীয়রা দেখে তাঁকে ধরতে গেলে অভিযুক্ত রিক্সা চালক পালিয়ে যায়। এর পরেই পাটুলি থানায় পুরো ঘটনাটি জানায় স্থানীয়রা। পুলিশ এসে ওই দেহ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁকে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন৷ পরে পাটুলি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুন, লকডাউনে জোড়াসাঁকোতে ড্রোন উড়িয়ে পুলিশের কড়া নজরদারি, নিউটাউনে নাকাচেকিং-আটক ৫
পুলিশি সূত্রে খবর,ধারের টাকা নিয়ে বিবাদের জেরে একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটে৷ মৃত রিক্সাচালকের নাম সুভাষ চন্দ্র শর্মা। যিনি থাকতেন বাঘাযতীন রেলস্টেশনের পাশেই। অভিযুক্ত সেলিম হালদার হল সুভাষগ্রামের বাসিন্দা। অভিযুক্তের থেকে রক্তমাখা স্য়ান্ডো গেঞ্জি পাওয়া গিয়েছে। ধৃত ওই ব্য়াক্তিকে কোর্টে তোলা হবে।
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের